বাড়িয়ে নিন ওয়াইফাই রাউটারে ইন্টারনেটের গতি

একটি ইন্টারনেট কানেকশন থেকে একাধিক ডিভাইসে ইন্টারনেটের সুবিধা নেওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস রাউটার। কিন্তু অনেকে রাউটার থেকে কাঙ্খিত গতির ইন্টারনেট পান না। জেনে নিন কীভাবে ওয়াইফাই রাউটারের গতি বাড়াবেন।

 

অনেকের কাছে একটি বিষয় হয়তো অজানা যে, ওয়াইফাই রাউটার কোনও একটি নির্দিষ্ট দিকে সিগন্যল দেয়না। রাউটারটি যে কোনে থাকে তার চারিদিকে সম দূরতে সিগন্যাল দিতে থাকে। যদি কোনও রাউটারকে বাড়ির কোনও একটি কোনে রাখা হয় তাহলে বাড়ির ঠিক বিপরীত কোনে সিগন্যাল পেতে সমস্যা হতে পারে। তাই সবসময় বাড়ির ঠিক মাঝ অংশে ওয়াইফাই রাউটার রাখা প্রয়োজনে। কারণ এতে নেটের স্পিড বাড়ির যে কোনও অংশ থেকে সমান পাওয়া সম্ভব।

 

সিগন্যালে কোনও বাধা যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে

কোনও দেওয়াল বা কোনও ধাতব পদার্থ থাকলে ওয়াইফাই রাউটারের সিগন্যাল সঠিকভাবে ছড়াতে পারে না। তাই এমন জায়গায় রাউটার রাখা উচিত যেখানে কোনও দেওয়াল বা সিলিংয়ে ডাক্ট জাতীয় কিছু না থাকে। এতে সিগন্যাল পেতে সমস্যা .তৈরি হতে পারে। তাই বাড়ির যে অংশে ডাক্ট থাকে সেই অংশে রাউটার না বসানোই উচিত ।

 

ইলেকট্রনিক্স ডিভাইস এবং অ্যাপ্লায়েন্সস থেকে রাউটার দূরে রাখতে হবে

 

টিভি, রেফ্রিজারেটর বা ব্লুটুথ সবসময় অন থাকে এই জাতীয় কোনও ডিভাইস থেকে রাউটারকে দূরে সরিয়ে রাখতে হবে । কারণ এই ডিভাইসগুলোর কাছে রাউটার থাকলে তাতে রাউটারের পার্ফমেন্সের উপর প্রভাব পড়তে পারে । কমে যেতে পারে ইন্টারনেট স্পিড ।

এয়ার ওয়েভ থেকে রাউটার দূরে রাখতে হবে

 

অধিকাংশ রাউটার ২.৪ গিগাহার্জ ওয়ারলেস ব্যান্ড ব্যবহৃত হয়। সেক্ষেত্রে রাউটারের কাছাকাছি যদি কোনও কোনও ব্লুটুথ বা অন্য কোনও ওয়ারলেস ডিভাইস থাকে তাতে রাউটারের পারফরমেন্সের উপর প্রভাব পড়ার সম্ভাবনা থাকে ।

 

আয়না থেকে দূরে রাখুন রাউটার রাখতে হবে রাউটার

যে কোনও রাউটারের ভালো পার্ফমেন্সের জন্য আয়না থেকে দূরে রাখতে হবে ওই ডিভাইস। কারণ, আয়নার মাধ্যমে ওয়াইফাই সিগন্যাল রিফ্লেক্ট হয়ে যায়। সেকারণে আয়না থেকে ওয়াইফাই রাউটার দূরে রাখা দরকার।

 

উঁচু জায়গায় রাউটার রাখুন।

রাউটার সবসময় উপর থেকে নীচের থেকে সিগন্যল দিতে থাকে। তাই যত উঁচু জায়গায় রাউটার রাখা যাবে তত ভালো স্পিড পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে রাউটার রাখলে স্পিড কমতে থাকে ।

 

অ্যান্টেনার পজিশন সঠিক রাখা দরকার

প্রতিটি রাউটারের অন্তত একটি অ্যান্টেনা থাকে। কোনও কোনও ক্ষেত্রে একাধিক থাকে। যে সব ক্ষেত্রে একাধিক অ্যান্টেনা থাকে সেক্ষেত্রে দুটি অ্যান্টেনা উল্লম্বভাবে রাখা উচিত। এতে ইন্টারনেটের স্পিড বেশি পাওয়া সম্ভব।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল

» যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ

» নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

» আজ শুক্রবার রাজধানীর যেসব এলাকা-মার্কেট বন্ধ

» যমুনার সামনে অবস্থান নেওয়ার ঘোষণা হাসনাতের

» আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী দল আছি, তারা যেন ঐক্য ধরে রাখি: সারজিস

» সরকারের ইশারাতেই আবদুল হামিদ দেশ ছাড়েন : ভিপি নুর

» পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আলম মোল্লা

» ভোটের মাধ্যমে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই: মির্জা ফখরুল

» রাষ্ট্রপতির দেশ ত্যাগের দায় উপদেষ্টাদের নিতে হবে- ওসমান হাদী

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাড়িয়ে নিন ওয়াইফাই রাউটারে ইন্টারনেটের গতি

একটি ইন্টারনেট কানেকশন থেকে একাধিক ডিভাইসে ইন্টারনেটের সুবিধা নেওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস রাউটার। কিন্তু অনেকে রাউটার থেকে কাঙ্খিত গতির ইন্টারনেট পান না। জেনে নিন কীভাবে ওয়াইফাই রাউটারের গতি বাড়াবেন।

 

অনেকের কাছে একটি বিষয় হয়তো অজানা যে, ওয়াইফাই রাউটার কোনও একটি নির্দিষ্ট দিকে সিগন্যল দেয়না। রাউটারটি যে কোনে থাকে তার চারিদিকে সম দূরতে সিগন্যাল দিতে থাকে। যদি কোনও রাউটারকে বাড়ির কোনও একটি কোনে রাখা হয় তাহলে বাড়ির ঠিক বিপরীত কোনে সিগন্যাল পেতে সমস্যা হতে পারে। তাই সবসময় বাড়ির ঠিক মাঝ অংশে ওয়াইফাই রাউটার রাখা প্রয়োজনে। কারণ এতে নেটের স্পিড বাড়ির যে কোনও অংশ থেকে সমান পাওয়া সম্ভব।

 

সিগন্যালে কোনও বাধা যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে

কোনও দেওয়াল বা কোনও ধাতব পদার্থ থাকলে ওয়াইফাই রাউটারের সিগন্যাল সঠিকভাবে ছড়াতে পারে না। তাই এমন জায়গায় রাউটার রাখা উচিত যেখানে কোনও দেওয়াল বা সিলিংয়ে ডাক্ট জাতীয় কিছু না থাকে। এতে সিগন্যাল পেতে সমস্যা .তৈরি হতে পারে। তাই বাড়ির যে অংশে ডাক্ট থাকে সেই অংশে রাউটার না বসানোই উচিত ।

 

ইলেকট্রনিক্স ডিভাইস এবং অ্যাপ্লায়েন্সস থেকে রাউটার দূরে রাখতে হবে

 

টিভি, রেফ্রিজারেটর বা ব্লুটুথ সবসময় অন থাকে এই জাতীয় কোনও ডিভাইস থেকে রাউটারকে দূরে সরিয়ে রাখতে হবে । কারণ এই ডিভাইসগুলোর কাছে রাউটার থাকলে তাতে রাউটারের পার্ফমেন্সের উপর প্রভাব পড়তে পারে । কমে যেতে পারে ইন্টারনেট স্পিড ।

এয়ার ওয়েভ থেকে রাউটার দূরে রাখতে হবে

 

অধিকাংশ রাউটার ২.৪ গিগাহার্জ ওয়ারলেস ব্যান্ড ব্যবহৃত হয়। সেক্ষেত্রে রাউটারের কাছাকাছি যদি কোনও কোনও ব্লুটুথ বা অন্য কোনও ওয়ারলেস ডিভাইস থাকে তাতে রাউটারের পারফরমেন্সের উপর প্রভাব পড়ার সম্ভাবনা থাকে ।

 

আয়না থেকে দূরে রাখুন রাউটার রাখতে হবে রাউটার

যে কোনও রাউটারের ভালো পার্ফমেন্সের জন্য আয়না থেকে দূরে রাখতে হবে ওই ডিভাইস। কারণ, আয়নার মাধ্যমে ওয়াইফাই সিগন্যাল রিফ্লেক্ট হয়ে যায়। সেকারণে আয়না থেকে ওয়াইফাই রাউটার দূরে রাখা দরকার।

 

উঁচু জায়গায় রাউটার রাখুন।

রাউটার সবসময় উপর থেকে নীচের থেকে সিগন্যল দিতে থাকে। তাই যত উঁচু জায়গায় রাউটার রাখা যাবে তত ভালো স্পিড পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে রাউটার রাখলে স্পিড কমতে থাকে ।

 

অ্যান্টেনার পজিশন সঠিক রাখা দরকার

প্রতিটি রাউটারের অন্তত একটি অ্যান্টেনা থাকে। কোনও কোনও ক্ষেত্রে একাধিক থাকে। যে সব ক্ষেত্রে একাধিক অ্যান্টেনা থাকে সেক্ষেত্রে দুটি অ্যান্টেনা উল্লম্বভাবে রাখা উচিত। এতে ইন্টারনেটের স্পিড বেশি পাওয়া সম্ভব।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com