রুখসানা রিমি:
——————
আমি না হয় কৌতূহলে মনের ভুলে
তোমায় একটু দুঃখ দিলাম
তুমি তাই গুণে গুণে হাজার গুণে
সুদসমেত ফিরিয়ে দিলে?
ব্যথার কাজলে দু’চোখ ভিজিয়ে
কী সুখ পেলে, কী সুখ পেলে?
লোকে বলে আমি নাকি সরল সোজা
একটুও না, একটুও না।
যখন কোথাও চোখে পড়ে অসংগতি
অতিরিক্ত, বাড়াবাড়ি…
তখন আমি কথা বলি গরল ভাষায়।
কেউ কি আমার মনের ভাষা বোঝে?
বুঝতো যদি যত্ন করে
দুঃখগুলো কুড়িয়ে কুড়িয়ে
এমন করে বহুগুণে ফিরিয়ে দিতো না।
Facebook Comments Box