রাজধানীর লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সালাউদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। সালাউদ্দিনের গ্রামের বাড়ি ভোলা জেলা। তিনি ঢাকার কামরাঙ্গীরচরে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই শ্রমিককে নিয়ে আসা আলাউদ্দীন জানান, আজিমপুরের চায়না গলি এলাকায় একটি বাসায় ড্রিল মেশিন দিয়ে কাজ করছিলেন সালাউদ্দিন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বিষয়টি।