দেওয়ান মাসুদা সুলতানা:
জীবনের স্বাদ ও শান্তি সবার মিলেনা
জীবনে মিল অমিলের স্রোতে যেন
চলছি সবাই।
আশা আর হতাশার দোলাচলে সময় চলে
ইচ্ছে হৃদয় ফেনীল হয়ে আছড়ে পড়ে
পাড় হারা পাড় ভাঙচুর দূ’কুল বেয়ে।
ভোর হতে সাঁঝের বেলা আরতীর থালায় গন্ধ ছোটে ।
নষ্ট হয় চোখের পলক বাস্তবতার মুখোমুখি
জীবনে মিল অমিলের স্রোতে ভেসে
অচিন মানুষ শিষ দিয়ে যায় অট্ট হেঁসে।
না রাগ, না অভিমানে
নিয়তি চিরকুটে
মন প্রাণ মুক্তি খুঁজে অথৈ তলে।
বয়ে যাওয়া নিরাশ বেলা অন্ধকারে বিজলীর মতো বুকে লাগে।
অপলক নয়ন কখন
বৃষ্টির ফোঁটায় ভিজতে থাকে
সেসব কথা সে বুঝে না
সময়গুলো বয়ে চলে
মিল অমিলের জলের জ্বলে।
Facebook Comments Box