বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয় নিয়ে দলটি অপরাজনীতির অবতারণা করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অপরাজনীতির বদলে বিএনপিকে গণমানুষের অধিকার ও মৌলিক অধিকার নিয়ে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীর আইপিএইচ স্কুল এন্ড কলেজ মাঠে মহানগর উত্তর যুবলীগের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফজলে শামস পরশ বলেন, ‘রাজনীতির অনেক বিষয় আছে। কারও অসুস্থতা নিয়ে রাজনীতি কখনোই কাম্য নয়। গণমানুষের অধিকার নিয়ে রাজনীতি করেন, মৌলিক চাহিদা নিয়ে রাজনীতি করেন। তাহলে বুঝব আপনাদের গ্রহণযোগ্য ইস্যু আছে। ব্যক্তি স্বার্থ নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করবেন, সেটা কখনোই গ্রহণযোগ্য রাজনীতি না।
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল যে, তিনি সুস্থ হয়ে উঠবেন। কারণ বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল হাসপাতালেই সবচেয়ে উন্নত চিকিৎসকদের দ্বারাই তার চিকিৎসা হচ্ছিল। তার অসুস্থতার চিকিৎসা বাংলাদেশেই হওয়া সম্ভব বলে আমাদের বিশ্বাস ছিল। কিন্তু এই ব্যাপারটা নিয়ে এই করোনার সময় তথাকথিত সেই বিরোধীদল যেই অবান্তর ও অযৌক্তিক আন্দোলন করলো এবং তার অসুস্থতা নিয়ে যে অপরাজনীতি অবতারণা করলো, সেটার নিন্দা করার রুচি আমাদের নেই।
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘অন্যান্য দলের মতো শেখ হাসিনার যুবলীগ শুধু মাত্র ভোটের সময় আপনাদের কাছে মিথ্যা আশ্বাস নিয়ে আসে না। আমরা সর্বদাই আপনাদের নিয়ে ভাবি এবং আপনার জন্য কাজ করার চেষ্টা করে চলেছি। কারণ জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে শিক্ষা দেয় যে, এদেশের প্রকৃত মালিক আপনারাই। এ দেশের জনগণই এদেশের মালিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত প্রিয় মা ও বোনেরা। প্রতি বাবারা আমার, ভাইয়েরা আমার, মহাখালির মানুষগুলো, আমাদের সজাগ থাকতে হবে। কেন দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র। দেশ বিরোধী শক্তি বিএনপি-জামাত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার বলতে চাই, যারা আমাদের দেশের স্বাধীনতা চায়নি যুদ্ধ চলাকালীন সময়ে। সেই পরাশক্তি আজকে আবার জাগ্রত হয়েছে।
‘গণঅধিকার পরিষদ’ এর প্রধান সমম্বয়ক রেজা কিবরিয়াকে উদ্দেশে নিখিল বলেন, ‘হঠাৎ করে গজিয়ে ওঠা একটি দল (গণঅধিকার পরিষদ), সেই রেজা কিবরিয়ার উদ্দেশে আমি বলতে চাই। বিএনপি-জামায়াত দেশকে চায়নি, দেশকে ভালোবাসেনি। মিস্টার রেজা কিবরিয়া, আপনার বাবাকে কারা হত্যা করেছিল? কারা আপনার বাসাকে গ্রেনেড হামলা করে হত্যা করেছিলেন? সেই বিএনপি জামায়াতের পক্ষে অবস্থান নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছেন। রেজা কিবরিয়া, আপনার বাবার হত্যাকারীদের সঙ্গে আপনি হাত মিলিয়েছেন। আপনার অবস্থান ঢাকা শহর নয়, সারা বাংলাদেশের কোথাও যুবলীগ প্রতিষ্ঠা হতে দেবে না ইনশাআল্লাহ।
রেজা কিবরিয়ার উদ্দেশে নিখিল আরও বলেন, আপনার মা এখনো জীবিত আছেন। অবশ্যই আপনার মনে আছে, আপনার বাবার হত্যাকারীদের ফাঁসির দাবিতে সেদিন কর্মসূচি পালন করেছিলাম, শান্তির পক্ষে নীলিমা। ক্ষমতার লোভে দেশ বিরোধী ষড়যন্ত্রে আপনি যুক্ত হয়েছেন ওই নূরা পাগলাকে সঙ্গে নিয়ে। যুব সমাজ এর দাঁত ভাঙা জবাব দেবে।
এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূএ: ঢাকাটাইমস ডটকম