আজ দুই ফেব্রুয়ারি ২০২০। সংখ্যাতত্ত্বের বিন্যাসে ০২/০২/২০২২ বা ২/২/২২। ২২২ সিকোয়েন্সের আরও দুটি তারিখ এ মাসেই রয়েছে। যেমন ২০/০২/২০২২ এবং ২২/০২/২০২২।
সংখ্যাতত্ত্বের এমন বিন্যাস আবার ২০০ বছর পর দেখতে পাওয়া যাবে। যেমন ২২২২ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ। অর্থাৎ ২/২/২২২২। সংখ্যাতত্ত্বে সংখ্যার ২২২ ক্রমকে প্রায়শই অ্যাঞ্জেল নম্বর হিসেবে উল্লেখ করা হয়।
অ্যাঞ্জেল নম্বর অসীম। যে কোনো সংখ্যাই পর পর সাজিয়ে এই নম্বর পাওয়া যায়। যেমন, ০০, ১১, ২২, ৩৩, ৪৪, ৫৫, ৬৬, ৭৭, ৮৮, ৯৯, ১১১, ২২২, ৩৩৩, ৪৪৪, ৯৯৯ ইত্যাদি।
এর আগে ২২২ সিকোয়েন্সের শেষ হয়েছিল ২০০০, ২০০২ এবং ২০২০ সালে। এদিকে এমন সিকোয়েন্সের তারিখ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা করতে দেখা গেছে। কেউ কেউ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন। কেউবা শুধু তারিখটিই (০২/০২/২০২২) উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছেন। তথ্য সূত্র: ইন্টারনেট