গুলিস্তানে শেখ রাসেল কমপ্লেক্সে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি বলেন, বেলা ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে রাজধানীর গুলিস্তানে শেখ রাসেল কমপ্লেক্সে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।,