জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ তিনজন বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, মোবাইলফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
সোমবার রাত ৯টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশ থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তাদের তুলে দেওয়া হয়।
আটকৃতরা হলেন- মনসুর খান (৮৭), রমজান আলী (৬০) ও আব্দুল আলীম (৪৮)। এদের মধ্যে মনসুর খানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়, রমজান আলীর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এবং আব্দুল আলীমের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামে। বর্তমানে তারা সবাই গেরুয়ায় ভাড়া বাসায় থাকেন।
অভিযান চালিয়ে আটককারী শিক্ষার্থী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগ নেতা মোঃ আররাফি চৌধুরী বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবঠিত কমিটির সংগ্রামী সভাপতি আক্তারুজ্জামান সোহেল এবং বিপ্লবী সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন।
সেই ধারাবাহিকতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগ হল সংলগ্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করতে আমি এবং আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ইউনিট ছাত্রলীগ এই ধারা অব্যাহত রাখবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, ‘গাঁজাসহ তাদের আটক করার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থীরা আমাদের ফোন করে। নিরাপত্তা শাখায় নিয়ে আসার পর আমরা তাদের পুলিশের হাতে সোপর্দ করি।’