হানিমুনে কোথায় যাবেন ভাবছেন?

মানুষ জীবনে একবারই বিয়ে করে (অনেকেই বহুবার করে সেটা ভিন্ন বিষয়)। এরপর প্রত্যেক মানুষ স্বপ্ন থাকে সেই অপরিচিত মানুষটিকে নিয়ে কোথা থেকে ঘুরে আসবার। তবে সেখানে বাঁধে বিপত্তি। জায়গা ঠিক করতে অনেক সময় লেগে যায় তাদের। কোথায় যাবেন তারা? আবার অনেকেই পরিচিত জায়গায় একেবারে যেতে চান না। পরিচিত জায়গায় গেলে হানিমুনের নাকি মজাই মিলে না। তাই তাদের প্রয়োজন হয় নতুন জায়গার। তবে কীভাবে ঠিক করবেন সে জায়গাটি? 

 

আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের জানাবো এমনই কিছু জায়গার সন্ধান, যেখানে গেলে আপনি নিজেই বেশ খুশি হবেন আর আপনার সঙ্গিনীও উৎফুল্ল থাকবেন। চলুন জেনে নেয়া যাক, এমনই কিছু জায়গার বিবরণ

১) ফিনল্যান্ড

হানিমুনের জন্য সবচেয়ে ভালো জায়গা হতে পারে ফিনল্যান্ড। কারণ সেখানে রয়েছে অরোরা বোরিয়ালিস। হাড়হিম করা ঠান্ডায়, গ্লাসটপ ইগলুর মধ্যে সদ্যবিবাহিত স্ত্রী-র সঙ্গে বাথ নিতে নিতে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন সেখানে। ফিনল্যান্ডের এই রিসোর্টে যাওয়ার আদর্শ সময় কিন্তু আগস্টের শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত। তাহলে দেরী না করে দ্রুত ঘুরে আসুন।

২) মেক্সিকো

হানিমুনের জন্য দ্বিতীয় পছন্দের দেশ হতে পারে মেক্সিকো। কারণ সেখানে রয়েছে প্রাচীন সিঙ্কহোল। স্কুবা ডাইভারদের স্বপ্ন এই রহস্য-ছমছম জলভর্তি গুহার অন্দরমহল। সঙ্গিনীকে নিয়ে একা যেতে গেলে স্কুবা ডাইভিং সার্টিফিকেট লাগে। তবে তা না-থাকলে বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে সাদামাটা স্নরকেলিংও করতে পারেন। বৃষ্টির সময়টা বাদ দিয়ে যে কোনও সময়ই যাওয়া যায় এখানে, তবে শীতকালে টুরিস্টের ভিড় বেশি থাকে। তাই ওইসময়টায় না যাওয়া ভালো। চাপ নিতে পারবেন না। আর যদি বেশী মানুষই পছন্দ আপনার তাহলে শীত কালে ঘুরে আসুন সেখান থেকে।

৩) দক্ষিণ ক্যালিফোর্নিয়া

হানিমুনের জন্য তৃতীয় পছন্দের দেশ হতে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া। কারণ এই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লং বিচ-এর লাক্সারি জাহাজ-হোটেল ‘দ্য কুইন মেরি’। যা দেখার মত একটি জাহাজ বটে। প্যারানর্মালকে চ্যালেঞ্জ জানাতে এক পায়ে খাড়া যে সব দম্পতিরা তারা এখানে যাওয়ার কথা ভেবে দেখতে পারেন। চার দশক ধরে এখানের দর্শকরা অভিযোগ করে আসছেন একের পর এক ভুতুড়ে হানা। বিশেষ করে ‘হন্টেড’, কেবিন বি৩৪০। ভাবছেন এই কেবিনেই থাকবেন? যদি সাহসী মনের হয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় ঘুরে আসুন দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে।

৪) লন্ডন

হানিমুনের জন্য আরেকটি পছন্দের দেশ হতে পারে লন্ডন। কারণ সেখানে রয়েছে এরকুল পোয়ারোর সেই বিখ্যাত গল্পের ট্রেনটি, অর্থাৎ পৃথিবীর অন্যতম সেরা বিলাসবহুল ট্রেন ট্রিপ হিসেবে স্বীকৃত ওরিয়েন্ট এক্সপ্রেস। আশা করছি, পাঁচ দিনের এই স্বপ্নের যাত্রা কোনো দিন ভুলবেন না। তবে অবশ্যই সঙ্গে নেবেন ‘মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’-এর ডিভিডি। তা না হলে কিন্তু জমবে না! দেখে আসতে পারেন সেই ট্রেনটি, আর চড়ে উপভোগ করতে পারেন অনন্য শান্তি।

৫) মালদ্বীপ

আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর হানিমুন বোধহয় এই দেশেই সম্ভব! কারণ, মাথার উপর স্বচ্ছ কাচের ডোম, যেখানে খেলে বেড়াচ্ছে অজস্র সামুদ্রিক মাছ। অনেক সময় গভীর সমুদ্রের ভয়ংকর জীব জন্তুরও দেখা মিলতে পারে সেখানে। কারণ, মালদ্বীপ গেলে আপনি থাকবেন সমুদ্রের তলায়। সেখানে আবার আন্ডারওয়াটার ওয়েডিংয়েরও ব্যবস্থা রয়েছে। প্যাকেজ হিসেবেও বুক করতে পারেন সে হোটেলটি।

আমার কাছে মনে হয়, আপনি আপনার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে এই পাঁচটি জায়গার কোথাও গেলে বোরিং হবেন না। কারণ অনেক জায়গার নাম হয়ত আগে থেকে আপনার পরিচিত অথবা আপনার স্ত্রীর। তবে এই জায়গাগুলো একেবারে নতুন। এখানে পৃথিবীর অনেক মানুষ যায়, তবে তারা অনেক কিছু চেনে বলে এই জায়গাগুলোতে আসে। আমরা আপনারা বেশী যায়, ভারতের গোয়া বীচ-এ, ইন্দোনেশিয়ার বালিতে অথবা নেপালের বৌদ্ধ মন্দিরে অথবা ভারতের সিকিম রাজ্যে। কিন্তু আমার আলোচনার এই জায়গাগুলো একেবারে নতুন ও আপনার জন্য অপরিচিত। তাই দেরী না করে এখনই ঘুরে আসুন এই দেশগুলোর কোন একটি থেকে।

পর্ব-১ এ যেসব জায়গার কথা বলা হয়েছে, পর্ব ২-এ তথা শেষ পর্বে থাকছে আরো কিছু রোমাঞ্চকর জায়গার নাম। যারা ভ্রমণে বেশ ইচ্ছুক তারা প্রথম পর্বের দেশগুলো পছন্দ না হলে দ্বিতীয় পর্বের দেশগুলো সম্পর্কে জানতে পারেন। তাহলে আর দেরী না করে পর্ব-২ এর দেশগুলো সম্পর্কে এখনই জেনে নিন। আর আপডেট পেতে ডেইলি বাংলাদেশের সঙ্গে থাকুন।   

সূূূএ:ডেইলি বাংলাদেশ

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘চাঁদাবাজি যেই করুক, কোনো ছাড় নয় : আমিনুল হক

» রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

» আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা

» ইরানিদের রক্ত বৃথা যাবে না: খামেনি

» ‘সমন্বয়ক’ পরিচয়ে কেউ চাঁদাবাজি করতে গেলে পুলিশে দেবেন: সারজিস

» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করুন: এবি জুবায়ের

» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

» ‘এক দলে চাঁদাবাজ ধরা পড়তেই সেনাবাহিনীর তোয়াজ শুরু’—বিস্ফোরক মন্তব্য ইমির

» একনেক সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২ প্রকল্প অনুমোদন

» ৮টি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : dhakacrimenewsbd@gmail.com

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হানিমুনে কোথায় যাবেন ভাবছেন?

মানুষ জীবনে একবারই বিয়ে করে (অনেকেই বহুবার করে সেটা ভিন্ন বিষয়)। এরপর প্রত্যেক মানুষ স্বপ্ন থাকে সেই অপরিচিত মানুষটিকে নিয়ে কোথা থেকে ঘুরে আসবার। তবে সেখানে বাঁধে বিপত্তি। জায়গা ঠিক করতে অনেক সময় লেগে যায় তাদের। কোথায় যাবেন তারা? আবার অনেকেই পরিচিত জায়গায় একেবারে যেতে চান না। পরিচিত জায়গায় গেলে হানিমুনের নাকি মজাই মিলে না। তাই তাদের প্রয়োজন হয় নতুন জায়গার। তবে কীভাবে ঠিক করবেন সে জায়গাটি? 

 

আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের জানাবো এমনই কিছু জায়গার সন্ধান, যেখানে গেলে আপনি নিজেই বেশ খুশি হবেন আর আপনার সঙ্গিনীও উৎফুল্ল থাকবেন। চলুন জেনে নেয়া যাক, এমনই কিছু জায়গার বিবরণ

১) ফিনল্যান্ড

হানিমুনের জন্য সবচেয়ে ভালো জায়গা হতে পারে ফিনল্যান্ড। কারণ সেখানে রয়েছে অরোরা বোরিয়ালিস। হাড়হিম করা ঠান্ডায়, গ্লাসটপ ইগলুর মধ্যে সদ্যবিবাহিত স্ত্রী-র সঙ্গে বাথ নিতে নিতে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন সেখানে। ফিনল্যান্ডের এই রিসোর্টে যাওয়ার আদর্শ সময় কিন্তু আগস্টের শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত। তাহলে দেরী না করে দ্রুত ঘুরে আসুন।

২) মেক্সিকো

হানিমুনের জন্য দ্বিতীয় পছন্দের দেশ হতে পারে মেক্সিকো। কারণ সেখানে রয়েছে প্রাচীন সিঙ্কহোল। স্কুবা ডাইভারদের স্বপ্ন এই রহস্য-ছমছম জলভর্তি গুহার অন্দরমহল। সঙ্গিনীকে নিয়ে একা যেতে গেলে স্কুবা ডাইভিং সার্টিফিকেট লাগে। তবে তা না-থাকলে বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে সাদামাটা স্নরকেলিংও করতে পারেন। বৃষ্টির সময়টা বাদ দিয়ে যে কোনও সময়ই যাওয়া যায় এখানে, তবে শীতকালে টুরিস্টের ভিড় বেশি থাকে। তাই ওইসময়টায় না যাওয়া ভালো। চাপ নিতে পারবেন না। আর যদি বেশী মানুষই পছন্দ আপনার তাহলে শীত কালে ঘুরে আসুন সেখান থেকে।

৩) দক্ষিণ ক্যালিফোর্নিয়া

হানিমুনের জন্য তৃতীয় পছন্দের দেশ হতে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া। কারণ এই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লং বিচ-এর লাক্সারি জাহাজ-হোটেল ‘দ্য কুইন মেরি’। যা দেখার মত একটি জাহাজ বটে। প্যারানর্মালকে চ্যালেঞ্জ জানাতে এক পায়ে খাড়া যে সব দম্পতিরা তারা এখানে যাওয়ার কথা ভেবে দেখতে পারেন। চার দশক ধরে এখানের দর্শকরা অভিযোগ করে আসছেন একের পর এক ভুতুড়ে হানা। বিশেষ করে ‘হন্টেড’, কেবিন বি৩৪০। ভাবছেন এই কেবিনেই থাকবেন? যদি সাহসী মনের হয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় ঘুরে আসুন দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে।

৪) লন্ডন

হানিমুনের জন্য আরেকটি পছন্দের দেশ হতে পারে লন্ডন। কারণ সেখানে রয়েছে এরকুল পোয়ারোর সেই বিখ্যাত গল্পের ট্রেনটি, অর্থাৎ পৃথিবীর অন্যতম সেরা বিলাসবহুল ট্রেন ট্রিপ হিসেবে স্বীকৃত ওরিয়েন্ট এক্সপ্রেস। আশা করছি, পাঁচ দিনের এই স্বপ্নের যাত্রা কোনো দিন ভুলবেন না। তবে অবশ্যই সঙ্গে নেবেন ‘মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’-এর ডিভিডি। তা না হলে কিন্তু জমবে না! দেখে আসতে পারেন সেই ট্রেনটি, আর চড়ে উপভোগ করতে পারেন অনন্য শান্তি।

৫) মালদ্বীপ

আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর হানিমুন বোধহয় এই দেশেই সম্ভব! কারণ, মাথার উপর স্বচ্ছ কাচের ডোম, যেখানে খেলে বেড়াচ্ছে অজস্র সামুদ্রিক মাছ। অনেক সময় গভীর সমুদ্রের ভয়ংকর জীব জন্তুরও দেখা মিলতে পারে সেখানে। কারণ, মালদ্বীপ গেলে আপনি থাকবেন সমুদ্রের তলায়। সেখানে আবার আন্ডারওয়াটার ওয়েডিংয়েরও ব্যবস্থা রয়েছে। প্যাকেজ হিসেবেও বুক করতে পারেন সে হোটেলটি।

আমার কাছে মনে হয়, আপনি আপনার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে এই পাঁচটি জায়গার কোথাও গেলে বোরিং হবেন না। কারণ অনেক জায়গার নাম হয়ত আগে থেকে আপনার পরিচিত অথবা আপনার স্ত্রীর। তবে এই জায়গাগুলো একেবারে নতুন। এখানে পৃথিবীর অনেক মানুষ যায়, তবে তারা অনেক কিছু চেনে বলে এই জায়গাগুলোতে আসে। আমরা আপনারা বেশী যায়, ভারতের গোয়া বীচ-এ, ইন্দোনেশিয়ার বালিতে অথবা নেপালের বৌদ্ধ মন্দিরে অথবা ভারতের সিকিম রাজ্যে। কিন্তু আমার আলোচনার এই জায়গাগুলো একেবারে নতুন ও আপনার জন্য অপরিচিত। তাই দেরী না করে এখনই ঘুরে আসুন এই দেশগুলোর কোন একটি থেকে।

পর্ব-১ এ যেসব জায়গার কথা বলা হয়েছে, পর্ব ২-এ তথা শেষ পর্বে থাকছে আরো কিছু রোমাঞ্চকর জায়গার নাম। যারা ভ্রমণে বেশ ইচ্ছুক তারা প্রথম পর্বের দেশগুলো পছন্দ না হলে দ্বিতীয় পর্বের দেশগুলো সম্পর্কে জানতে পারেন। তাহলে আর দেরী না করে পর্ব-২ এর দেশগুলো সম্পর্কে এখনই জেনে নিন। আর আপডেট পেতে ডেইলি বাংলাদেশের সঙ্গে থাকুন।   

সূূূএ:ডেইলি বাংলাদেশ

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : dhakacrimenewsbd@gmail.com

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com