সদ্য প্রয়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার গণমানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রয়াত ফজলে রাব্বীর মাগফিরাত কামনা করেন জাপা চেয়ারম্যান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় জিএম কাদের বলেন, ফজলে রাব্বী মিয়া ছিলেন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। গণমানুষের ভালোবাসায় বারবার সিক্ত হয়েছেন তিনি। মহান মুক্তিযুদ্ধে ফজলে রাব্বী মিয়া’র অবদান অক্ষয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ এক গুণী রাজনীতিবিদকে হারাল।
ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও।
শুক্রবার বাংলাদেশ সময় দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাইবান্ধা-৫ আসন থেকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া। তিনি ৯ মাস ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।