চট্টগ্রামের মিরসরাইয়ে ইব্রাহিম রাজু (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দরবারটিলা এলাকায় এঘটনা ঘটে।
নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকার মো. মহিউদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, জোরারগঞ্জ থানার দরবার টিলা এলাকায় রাজনৈতিক প্রতিহিংসাকে কেন্দ্র করে কয়েকজন মিলে রাজুকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের চিহ্নিতের কাজ চলছে। দায়ীদের আইনের আওতায় আনা হবে।