আঃ হামিদ মধুপুর (টাংগাইল) প্রতিনিধিঃ আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতায় মুখরিত টাংগাইল জেলার মধুপুর থানার ঐতিহ্যবাহী আউশনারা মোটের বাজার গরুর হাট। মধুপুরে বিভিন্ন হাটে কুরবানি পশু ক্রয় বিক্রয় দেখা গেলেও মোটের বাজার হাটের মত এতটা জমজমাট দেখা জায়নি মধুপুরের অন্য হাট গুলো।
দুপুরের পর থেকেই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় ও বেচাকেনাতে মুখরিত হয়ে ওঠে। হাটে ছাগলের তুলনায় গরুর সংখ্যাই বেশি। বিভিন্ন গ্রাম থেকে প্রান্তীক কৃষক ও নতুন উদ্যোক্তা, খামারীরা এ হাটে গরু নিয়ে আসেন। হাটে ক্রেতা বিক্রেতাদের মাজে দর কষাকষির চিত্র লক্ষ করা যায়। নিজেদের মাঝে আলাপ আলোচনার মাধ্যমে পশু বেচাকেনার চেষ্টা করছেন ক্রেতা-বিক্রেতা। ক্রেতারা দেখে শুনে পছন্দের গরুটি দরদাম করছেন, পছন্দ হলে ন্যায্য দামে কিনে খুশিমনে পশু নিয়ে বাড়ি ফিরছেন।
হাটে কথা হয় ঢাবি শিক্ষার্থী রবিউল ইসলামের সাথে তিনি বলেনঃ আমি ১ বছর ৩মাস আগে ৬১হাজার টাকা দিয়ে গরুটা কিনেছি, এখন দাম করে ১লক্ষ ১০ হাজার টাকা, গরুটা লালন পালন করতে যে টাকা খরচ হয়েছে আমার এখন সেই দামে বিক্রি করাই কষ্টকর। কারন খাবারের দাম বেশি ছিল সব কিছুর দাম বাড়তি।
এদিকে গরু ক্রয় করতে এসে ইন্জিনিয়ার মিনহাজ উদ্দিন শিমুল বলেন , গত বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি, গরুর দাম ছাড়তেই চাননা তারা। পশু ক্রয় বিক্রয় এ পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও অনেক খামারি বলছেন খাবারের দাম না কমলে গরু পালনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে হাজারো খামারি।
Facebook Comments Box