ডমিনিকার উইন্ডসর পার্কে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ওই লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। এমন হারের পর মুখ খুলেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
টস জিতে আগে ব্যাট করতে নামা উইন্ডিজকে তাদের ১৫তম ওভার পর্যন্ত আটকে রেখেছিল বাংলাদেশ। সে সময় ৩ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের রান ছিল ১১৯। এরপর ব্যাট হাতে ধ্বংসলীলা চালান রোভম্যান পাওয়েল। মাত্র ২০ বলে ফিফটি পূরণ করে ২টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। শেষ ৫ ওভারে স্বগতিকরা স্কোর বোর্ডে তোলে ৭৪ রান।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে মাহমুদুল্লাহ জানান, পাওয়েলই ম্যাচটি ছিনিয়ে নিয়ে গেছেন তাদের থেকে। বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘পাওয়েল অসাধারণ ব্যাটিং করেছে। সে আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে।’
বোলাররা এদিন নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারেনি। ব্যাটিং বিভাগ আরো একবার ব্যর্থ হয়েছে। ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সফরকারী দলকে কখনোই মনে হয়নি এই রান টপকে ম্যাচ জিততে পারার আত্মবিশ্বাস আছে। বরং জয়-পরাজয় ভুলে ২০ ওভার ব্যাট করতে পারাটাই যেন বড় চ্যালেঞ্জ ছিল ব্যাটসম্যানদের।
মাহমুদুল্লাহ দুষলেন পাওয়ার-প্লেতে রান তুলতে না পারার নিয়তিকে, ‘১৯০ রান তাড়া করতে গেলে ভালো শুরু খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার-প্লেতে ৫৫-৬০ রান লাগবে। তাহলে আপনি হয়ত ম্যাচে থাকবেন। প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেললাম আর রান করেছিলাম ৪৪। ওখানেই আমরা হয়ত পিছিয়ে পড়েছি।’