বিএনপির ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন, এটি গত ১৩ বছর ধরে শুনে আসছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ দুপুর ১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির ঈদের পর আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন, পরীক্ষার পর আন্দোলন এটি গত ১৩ বছর ধরে শুনে আসছি। এটা কি এই ঈদের পরে বলেছে, নাকি কোন ঈদের বলেছে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে বের করতে হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণ তাদের আন্দোলনে কখনো সাড়া দেয়নি। জনগণ তাদের ওপর নানা কারণে বিরাগ। কারণ তারা জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না। জনগণের বিষয় নিয়ে তারা কথা বলে না। তারা কথা বলেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক জিয়ার শাস্তি নিয়ে। জনগণের ওপর নিক্ষেপ করে পেট্রল বোমা। আমি আশা করবো তারা জনগণের কাছে যাবে।
ঈদের পর আন্দোলন, পরীক্ষার পর আন্দোলন, এসব বলে বিএনপি নিজেদের ক্রমাগত হাস্যকর হিসেবে উপস্থাপন করছে। যেটে দেখে রাজনীতিবিদ হিসেবে আমারও কষ্ট লাগছে।
এসময় অন্যদের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, সংবাদ প্রতিদিনের সম্পাদক রিমন মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।