আঃ হামিদ মধুপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার নানাবিধ সমস্যা এবং সমাধান বিষয়ক মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার(২৭ জুন ) সকাল ১১ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন , মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান চুন্নু সহ উপজেলার বিভিন্ন সরকরি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধিগন সহ কমিটির সদস্যবৃন্দ।
Facebook Comments Box