পশ্চিমবঙ্গে জিটিএ’র ৪৫টি আসনে ভোটগ্রহণ চলছে

১০ বছর পর রবিবার ফের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) এর ৪৫টি আসনে নির্বাচন হচ্ছে। 

 

এদিন সকাল থেকেই উৎসবের মেজাজে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। এই নির্বাচনে ৪৫টি আসনে মোট ২৭৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ৪৫টি কেন্দ্রের প্রত্যেকটিতেই প্রার্থী দিয়েছে হামরো পার্টি এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) পার্টি।

 

রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস মাত্র ১০ আসনে প্রার্থী দিয়েছে। ১২ আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম, ৫ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় কংগ্রেস। তবে এই নির্বাচনে সর্বাধিক ২১০ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এবারে প্রার্থীদের মধ্যে অন্যতম তৃণমূলের বিনয় তামাং, বিজিপিএম’র অনীত থাপা। তবে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি বা তাদের সহযোগী দল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ), কমিউনিস্ট পার্টি অব রিভলিউশনারি মার্ক্সিস্ট (সিপিআরএম), অল ইন্ডিয়া গোর্খা লীগের (এআইজিএল)  মতো দলগুলো এই নির্বাচন বয়কট করেছে। তাদের দাবি, গোর্খাল্যান্ড নামক পৃথক রাজ্য তৈরিতে জিটিএ বাধা সৃষ্টি করবে।

 

এবার মোট ভোটারের সংখ্যা ৭ লাখ ৩২ হাজার। প্রশাসন সূত্রে খবর- দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং-এ ৯২২ টি বুথ রয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন সকাল থেকেই প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে ভোটাররা ভোটদানের জন্য অপেক্ষা করতে থাকেন।

 

এর পাশাপাশি এদিনই ভোট হচ্ছে শিলিগুড়ি মহাকুমা পরিষদেও। এতদিন এই মহাকুমা পরিষদ ছিল বামেদের হাতে। কিন্তু এই নির্বাচনে ফের বামেরাই মহকুমা বোর্ড গঠন করবে নাকি ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস- সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এই মহকুমা পরিষদ নির্বাচনে ১,৫০৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে।

 

এ ছাড়া রবিবারই পশ্চিমবঙ্গের ৬টি পৌরসভার ৬টি ওয়ার্ডেও নির্বাচন হচ্ছে। এগুলো হলো ঝালদা পৌরসভা ২ নম্বর ওয়ার্ড, পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড, দমদম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড, চন্দননগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোট চলছে।

 

সকাল ৭টা থেকে প্রতিটি কেন্দ্রেই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে চলছে ভোটগ্রহণ, কোনো প্রকার বিরতি ছাড়াই চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। প্রতিটি বুথেই মোতায়েন করা হয়েছে অস্ত্রধারী বাহিনী। ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। যদিও এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকেই বড় কোনো সহিংসতার ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএমের ত্রুটি দেখা দেওয়ায় ভোটগ্রহণ সামরিক বন্ধ ছিল।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ

» ভোট পড়ার হার সন্তোষজনক: কাদের

» ‘গ্রামে নিজেরা উৎপাদন করছেন যারা, তাদের খুব একটা কষ্ট নেই’

» ভোট গণনা চলছে

» উপজেলা নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

» ইসলামপুরে পার্থশী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

» নতুন হ্যান্ডসেট এ৬০ নিয়ে এসেছে অপো

» স্মার্টফোনের বাজারে এলো রিয়েলমি সি৬৫

» নগদ মেগা ক্যাম্পেইনের উপহার বুঝে পেলেন ২১ বিজয়ী

» অবৈধ স্টিকার লাগানো যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে

উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পশ্চিমবঙ্গে জিটিএ’র ৪৫টি আসনে ভোটগ্রহণ চলছে

১০ বছর পর রবিবার ফের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) এর ৪৫টি আসনে নির্বাচন হচ্ছে। 

 

এদিন সকাল থেকেই উৎসবের মেজাজে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। এই নির্বাচনে ৪৫টি আসনে মোট ২৭৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ৪৫টি কেন্দ্রের প্রত্যেকটিতেই প্রার্থী দিয়েছে হামরো পার্টি এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) পার্টি।

 

রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস মাত্র ১০ আসনে প্রার্থী দিয়েছে। ১২ আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম, ৫ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় কংগ্রেস। তবে এই নির্বাচনে সর্বাধিক ২১০ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এবারে প্রার্থীদের মধ্যে অন্যতম তৃণমূলের বিনয় তামাং, বিজিপিএম’র অনীত থাপা। তবে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি বা তাদের সহযোগী দল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ), কমিউনিস্ট পার্টি অব রিভলিউশনারি মার্ক্সিস্ট (সিপিআরএম), অল ইন্ডিয়া গোর্খা লীগের (এআইজিএল)  মতো দলগুলো এই নির্বাচন বয়কট করেছে। তাদের দাবি, গোর্খাল্যান্ড নামক পৃথক রাজ্য তৈরিতে জিটিএ বাধা সৃষ্টি করবে।

 

এবার মোট ভোটারের সংখ্যা ৭ লাখ ৩২ হাজার। প্রশাসন সূত্রে খবর- দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং-এ ৯২২ টি বুথ রয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন সকাল থেকেই প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে ভোটাররা ভোটদানের জন্য অপেক্ষা করতে থাকেন।

 

এর পাশাপাশি এদিনই ভোট হচ্ছে শিলিগুড়ি মহাকুমা পরিষদেও। এতদিন এই মহাকুমা পরিষদ ছিল বামেদের হাতে। কিন্তু এই নির্বাচনে ফের বামেরাই মহকুমা বোর্ড গঠন করবে নাকি ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস- সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এই মহকুমা পরিষদ নির্বাচনে ১,৫০৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে।

 

এ ছাড়া রবিবারই পশ্চিমবঙ্গের ৬টি পৌরসভার ৬টি ওয়ার্ডেও নির্বাচন হচ্ছে। এগুলো হলো ঝালদা পৌরসভা ২ নম্বর ওয়ার্ড, পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড, দমদম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড, চন্দননগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোট চলছে।

 

সকাল ৭টা থেকে প্রতিটি কেন্দ্রেই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে চলছে ভোটগ্রহণ, কোনো প্রকার বিরতি ছাড়াই চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। প্রতিটি বুথেই মোতায়েন করা হয়েছে অস্ত্রধারী বাহিনী। ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। যদিও এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকেই বড় কোনো সহিংসতার ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএমের ত্রুটি দেখা দেওয়ায় ভোটগ্রহণ সামরিক বন্ধ ছিল।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com