শিশুর জন্মের প্রায় ছয় থেকে সাত মাস বয়সে মাড়িতে ছোট ছোট দাঁত গজাতে শুরু করে। এ সময় শিশুর দাঁত দেখে আনন্দে উদ্বেল হয়ে ওঠেন মা-বাবা।
তবে দাঁত গজানোর এই সময়ে কিছু বিপত্তিও ঘটে। এর মধ্যে রয়েছে, দাঁত গজানোর সময় শিশুর মাড়ি শিরশির করা এবং ব্যথা হওয়া। কখনও কখনও জ্বরও হতে পারে।
কোনও কোনও শিশু এ সময় কান্নাকাটি করে আবার কেউ খিটখিটে আচরণ করে। এ সময় তারা কিছু পেলেই কামড় দিতে চায়।
তবে শিশুর এ ধরনের পরিবর্তন খুবই স্বাভাবিক একটি বিষয়। এতে ঘাবড়ানোর কিছু নেই। পরিষ্কার তুলা বা কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে মাড়ি পরিষ্কার করে দিলে শিশু আরাম পাবে।
জ্বর হলে প্যারাসিটামল ড্রপ দেওয়া যেতে পারে। মনে রাখবেন, এই সমস্যা খুবই সাময়িক। তাই উদ্বিগ্ন হবেন না। ধৈর্য ধরে শিশুর যত্ন নিন। কয়েক দিন গেলে এই অস্বস্তি কেটে উঠবে আপনার শিশু।
একটি বিষয় এ সময় মেনে চলা জরুরি। কেননা, অনেকে শিশুকে এ সময় চুষনি বা কামড়ানোর জন্য প্লাস্টিকের খেলনা দিয়ে থাকেন। এটি একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। এতে সংক্রমণের ঝুঁকির পাশাপাশি শিশুর বদভ্যাস তৈরি হয়।
তবে এ সময় শিশুরা সবকিছু কামড়াতে চায়। তাই তার হাত দুটি এবং আশপাশের খেলনা উপকরণগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।
কোনও কোনও সময় শিশুর দাঁত উঠতে বিলম্ব হতে পারে। এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।