২০২২ কাতার বিশ্বকাপকে ঘিরে প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে দেশটিতে। ভারতীয়দের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় কোনো অংশে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরা।
কাতারে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সৃষ্টি করা সেহলিয়ায় অবস্থিত সবজি মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান রুমানা হাইপার মার্কেটের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। কাতারি স্পন্সর সাঈদ সালেম আল হাজরীকে সঙ্গে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু জাহের বাবুল।
প্রবাসীদের মাঝে ফ্রেস শাক-সবজি, মাছ, ফলমূল, ফ্রেস মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামীতে আরো প্রতিষ্ঠান বৃদ্ধির কথা জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আবু জাহের বাবুল ও কাতারি স্পন্সর।
রুমানা হাইপার মার্কেট থেকে প্রবাসী বাংলাদেশিদের স্বল্প মূল্যে ভোগ্যপণ্য ক্রয় করার আহ্বান জানান কমিউনিটির বিশিষ্টজনেরা।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইরফান, আব্দুল গোফরান, আলমগীর হোসেন আলী,রাসেল চৌধুরী মিন্টু, হুমায়ুন কবির, খায়রুল ওয়রা মুক্তার, শাহ জালাল লিটনসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।