প্রায় ৬ লাখ টাকা মূল্যের সোনা গয়না নিয়ে পালিয়েছিল ইঁদুরের দল। তারপর নর্দমা থেকে চোরাই মালসহ চোরকে পাকরাও করেছে পুলিশ।
ঘটনাটা ঘটেছে ভারতের মুম্বাইয়ের গোকুলধাম কলোনির কাছে।
পুলিশ জানিয়েছে, ব্যাগে করে ব্যাংকে গয়না জমা করতে যাচ্ছিলেন ৪৫ বছর বয়সি সুন্দরী প্লানিবেল। তিনি একটি বাড়ি গৃহকর্মীর কাজ করেন।
সুন্দরীর এক হাতে ছিল গয়নার ব্যাগ, আরেক হাতে বড়া পাওয়ের ব্যাগ। ব্যাংকে যাওয়ার পথে দুটি শিশুকে দেখে তাদের বড়া পাওয়ের ব্যাগটি দিতে গিয়ে ভুলে গয়নার ব্যাগ দিয়ে দেন তিনি।
ব্যাংকে যাওয়ার পর সুন্দরী বুঝতে পারেন, তিনি আসলে ভুলে গয়নার ব্যাগ দিয়ে ফেলেছেন বাচ্চাদের। সঙ্গে সঙ্গে তিনি ওই শিশুদের খুঁজতে যান। কিন্তু ততক্ষণে শিশু দুটি ওই ব্যাগটি ময়লার স্তূপে ফলে দিয়ে ওই জায়গা ছেড়ে চলে গেছে।
পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সময় দেখতে পায় কয়েকটি ধেড়ে ইঁদুর একটি আবর্জনার স্তূপ থেকে ওই সোনার গয়নার ব্যাগটি টেনে টেনে নর্দমার দিকে নিয়ে যাচ্ছে।
ওই ফুটেজের সূত্র ধরে ময়লার স্তূপের পাশের নর্দমা থেকে গয়নার ব্যাগটি উদ্ধার করে পুলিশ। চোরাই মালসহ ধরা পড়ে চোর ইঁদুর বাহিনী।
সূত্র: এনডিটিভি