ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা দাসত্বের মধ্যে থাকতে চাই না। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ-সংক্রান্ত আলোচনা সভার প্রারম্ভিক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, আমাদের কাছে এটি পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর থাকতে চাই না। আমাদের স্বনির্ভর হতে হবে। এখন আমরা পরনির্ভর অবস্থায় আছি—এ অবস্থা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে। এর বাইরে আমাদের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, স্বনির্ভর হতে হলে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে। বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটা কঠিন হলেও এর মধ্যেই আনন্দ আছে। নতুন বাংলাদেশের অর্থই হলো স্বনির্ভর বাংলাদেশ—যেখানে জাতি নিজের পায়ে দাঁড়াবে।
প্রধান উপদেষ্টা বলেন, এই জাতির যথেষ্ট সামর্থ্য আছে। তারুণ্য ও সৃজনশীলতা আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি ও সুযোগকে কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলেই জাতিকে দাসত্ব থেকে মুক্ত করা সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. আনিসুজ্জামান চৌধুরী, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান প্রমুখ।