রাজধানীর শাহবাগে হাইকোর্ট মাজারের সামনে বালুবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী মাকসুদুর রহমান রয়েল (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত তার দুই শিশু সন্তানকে হাসপাতালে রেখে চিকিৎিসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের (আইসিইউ) তিনি মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া জানান, বুধবার মাকসুদুর রহমান রয়েল তার দুই শিশু সন্তান রাজমি জাহান রাফা (১৩) ও ছেলে তানভির হোসেন সোহেলকে (৯) নিয়ে বি এফ শাহীন স্কুল যাচ্ছিলেন। হাইকোর্ট মাজার চার রাস্তার মোড়ে একটি বালুবাহী ট্রাক মাকসুদুর রহমান রয়েলের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) সকালে মাকসুদুর রহমান রয়েল মারা যান।
নিহতের মামাতো ভাই কে এম জুয়েল জানান, মাকসুদুর রহমান রয়েলের দুই শিশু রাফা ও তানভির চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে রাফার অবস্থা আশঙ্কাজনক। রাফা ও তানভির দুইজনই বিএফ শাহীন স্কুলের শিক্ষার্থী।