লালবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেপ্তাররা হলেন- নাঈম, বিপ্লব, বাবু, বিল্লাল হোসেন, নাহিদ ইসলাম ওরফে আসিফ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তিনটি চাকু জব্দ করা হয়েছে।
আজ দুপুরে ডিবি লালবাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে জানতে পারি, ঢাকেশ্বরী রোডের শহীদ হাজী আব্দুল আলীম খেলার মাঠ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে আমরা একটি অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।