নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ উত্তর চাষাড়াস্থ রুপান্তর লিভিং এর কার্যালয়ে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ (বি.ডব্লিউ.সি.এন) এর আয়োজনে নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
২৮ জানুয়ারী শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর ৭ম তম সাহিত্য আড্ডায় মেতে ওঠেন উপস্থিত কবি-সাহিত্যিকেরা। বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ (বি,ডব্লিউ,সি,এন) আহবায়ক কবি কাজী আনিসুল হক এর সভাপতিত্বে সাহিত্য আড্ডায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি দীপক ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন, কবি আল আশরাফ বিন্ধু, কথাশিল্পী ফরিদুল মাইয়ান, আতাউর রহমান, মোঃ বশির উদ্দিন, মোঃএস এম জুয়েল, মোঃ জামিল হোসেন, মোস্তাফা কামাল সোহাগ, ইকবাল হোসেন রোমেছ, মামুন বাবুল, সামিয়া ইসলাম, সালাহউদ্দিন আমির,মোঃ গিয়াস উদ্দিন খন্দকার, সমুদ্র শাঁচি,ইসরাত রুবাইয়া,আয়শা জান্নাত, এম নাজমুল হাসান,, সেলিম ভূইয়া, নাভিলা শারমিন, মাহফুজা আক্তার, তাছলিমা আক্তার পারভীন সহ প্রমূখ। জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা নির্দেশনায় পরিচালিত বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উত্তরোত্তর সফলতা কামনা করেন উপস্থিত সকলে। সাহিত্য আড্ডায় সাংবাদিক আয়শা জান্নাতের বাবার আত্মার মাফফেরাত ও কবি রমজান বিন মোজাম্মেল, কবি আলাল সহ সকল লেখকদের সুস্থতা এবং সারাদেশের করোনা প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কবি কামাল সিদ্দিকী।
কবি ও কথাশিল্পী রাজলক্ষ্মীর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম আরজু, শাহাদাৎ হোসেন ভূইয়া কিরন। উপস্থিত সকলেই স্বরচিত লেখা পাঠ করেন এবং বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ গঠনে মুক্ত মত প্রকাশ করেন।