বুধবার রাতে দখলকৃত জেরুজালেম, ইসরায়েলের উত্তরাংশ এবং অধিকৃত পশ্চিম তীরে বিরল তুষারপাতের ঘটনা ঘটেছে। এতে বৃহস্পতিবার সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়।
জেরুজালেমের প্রাচীর ঘেরা ওল্ড সিটির পবিত্র স্থানগুলোতে যাওয়ার জন্য উপাসকদের কয়েক ইঞ্চি তুষার মাড়িয়ে যেতে হয়েছিল। যেসব পবিত্র স্থানগুলো বরফে ঢেকে গিয়েছিল তার মধ্যে ডোম অফ দ্য রক ও ওয়েস্টার্ন ওয়াল রয়েছে। জেরুজালেমে ভারী তুষারপাত বিরল, তাই শিশুরা তুষারপাত দেখতে এবং একে অপরের দিকে তুষার বল ছুড়তে রাস্তায় বের হয়েছিল।
বুধবার রাতে সড়ক থেকে তুষার সরাতে ২১০টি গাড়ি ব্যবহার করা হয়েছে। সড়কগুলোতে আট ইঞ্চি পুরু বরফ জমেছিল।