ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদেশি কোনো শক্তির সহায়তায় জামায়াত ক্ষমতায় যেতে চায় না।
সোমবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জির সৌজন্য সাক্ষাৎ হয়।
গোলাম পরওয়ার জানান, জামায়াতের বিষয়ে কূটনৈতিক মহলে আগ্রহ বাড়ছে, তবে দলটি দেশের জনগণের শক্তিকেই বিশ্বাস করে। তিনি বলেন, “আমরা কোনো বিদেশি শক্তির হাত ধরে নয়, জনগণের সমর্থন নিয়েই রাজনৈতিকভাবে এগিয়ে যেতে চাই।”
বৈঠকে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের মধ্যে যদি প্রয়োজনীয় সংস্কারে ঐকমত্য গড়ে ওঠে, তাহলে দেশবাসী একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে পাবে।”
তিনি আরও বলেন, “বৈঠকে জামায়াত আমির ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্টের দৃঢ় ভূমিকার প্রশংসা করেছেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অবস্থানকেও স্বাগত জানিয়েছেন।”







