জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সিএনজিচালক খুনের ঘটনায় হত্যাকাণ্ডের ১০ দিন পর ভাগিনা গ্রেফতার

জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে হাটহাজারীতে সিএনজিচালক মুছা মিয়ার খুনের ঘটনায় হত্যাকাণ্ডের ১০ দিন পর ভাগিনা মো. শাহজাহানকে (৫২) গ্রেফতার করেছে র‌্যাব।

 

শনিবার  বিকেলে শাহজাহানকে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন ধুরুং (প্রত্যন্ত দ্বীপ অঞ্চল) সাগরপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। শাহজাহান সিএনজিচালক মুছা হত্যা মামলার এজাহার নামীয় ২নং আসামি বলে জানিয়েছে র‌্যাব।

শাহজাহান হাটহাজারী থানাধীন বুলবুলি পাড়া গ্রামের মৃত ফুল মিয়া ওরফে আবদুল মালেকের ছেলে। তাকে রোববার (১ মে) সকালে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, মুছা মিয়ার সঙ্গে সৎ ভাগিনা শাহজাহানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে দুই পক্ষের মামলা মোকাদ্দমাও ছিল। শাহজাহানের একটি মামলায় নিহত মুছা মিয়া ৬ মাসের হাজতবাসও করেন।

 

গত ৮ মার্চ জামিনে মুক্তি পান মুছা মিয়া। মুক্তি পেয়ে বাড়ি ফিরলে তাকে মেরে ফেলার হুমকি দেয় সৎ ভাগিনা শাহজাহান ও তার ভাইয়েরা। গত ১৯ এপ্রিল রাত ১০টার দিকে বাড়িতে ফেরার পথে বসত ঘরের সামনে শাহজাহানসহ আরও কয়েকজন মিলে মুছাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

 

এ ঘটনায় নিহত মুছার স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় ৬ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার প্রত্যন্ত সাপড়পার থেকে মুছার খুনি শাহজাহানকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের পর স্থানীয় লোকজনের সামনে সে মুছা হত্যায় সরাসরি জড়িত ও মূল পরিকল্পনাকারী হিসেবে স্বীকার করেছে। তাকে রোববার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» যাত্রীবাহী বাসের চাপায় অটোচালকসহ দুজন নিহত

» আবারও রেকর্ড গড়েছে স্বর্ণের দাম

» পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় প্রধান অভিযুক্ত অস্ত্রসহ গ্রেপ্তার

» টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি

» ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

» কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিআর চাইছে: সালাহউদ্দিন

» গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন

» বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১২৬ জন আসামি গ্রেফতার

» ফখরুল-আব্বাসসহ ৬৭ জনকে অব্যাহতি দিলো আদালত

» জামায়াতের আন্দোলন সরকারবিরোধী না : ব্যারিস্টার ফুয়াদ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সিএনজিচালক খুনের ঘটনায় হত্যাকাণ্ডের ১০ দিন পর ভাগিনা গ্রেফতার

জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে হাটহাজারীতে সিএনজিচালক মুছা মিয়ার খুনের ঘটনায় হত্যাকাণ্ডের ১০ দিন পর ভাগিনা মো. শাহজাহানকে (৫২) গ্রেফতার করেছে র‌্যাব।

 

শনিবার  বিকেলে শাহজাহানকে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন ধুরুং (প্রত্যন্ত দ্বীপ অঞ্চল) সাগরপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। শাহজাহান সিএনজিচালক মুছা হত্যা মামলার এজাহার নামীয় ২নং আসামি বলে জানিয়েছে র‌্যাব।

শাহজাহান হাটহাজারী থানাধীন বুলবুলি পাড়া গ্রামের মৃত ফুল মিয়া ওরফে আবদুল মালেকের ছেলে। তাকে রোববার (১ মে) সকালে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, মুছা মিয়ার সঙ্গে সৎ ভাগিনা শাহজাহানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে দুই পক্ষের মামলা মোকাদ্দমাও ছিল। শাহজাহানের একটি মামলায় নিহত মুছা মিয়া ৬ মাসের হাজতবাসও করেন।

 

গত ৮ মার্চ জামিনে মুক্তি পান মুছা মিয়া। মুক্তি পেয়ে বাড়ি ফিরলে তাকে মেরে ফেলার হুমকি দেয় সৎ ভাগিনা শাহজাহান ও তার ভাইয়েরা। গত ১৯ এপ্রিল রাত ১০টার দিকে বাড়িতে ফেরার পথে বসত ঘরের সামনে শাহজাহানসহ আরও কয়েকজন মিলে মুছাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

 

এ ঘটনায় নিহত মুছার স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় ৬ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার প্রত্যন্ত সাপড়পার থেকে মুছার খুনি শাহজাহানকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের পর স্থানীয় লোকজনের সামনে সে মুছা হত্যায় সরাসরি জড়িত ও মূল পরিকল্পনাকারী হিসেবে স্বীকার করেছে। তাকে রোববার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com