আইপিএল অবশেষে জয়ের দেখা পেল মুম্বাই

আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ানসের এই মৌসুমটা ভয়ংকর কাটছে। কোনোভাবেই যেন হারের বৃত্ত থেকে বের হতে পারছিল না রোহিতরা। অবশেষে চলতি আইপিএলে নিজেদের নবম ম্যাচে শনিবার রাতে সেই আকাঙ্খিত জয় পেয়ে গেছে। রাজস্থান রয়্যালসের দেওয়া ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে ৪ বল হাতে রেখেই জয়ের দেখা পায় মুম্বাই।

 

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভাল হয়নি রাজস্থানের। ২৬ রানের মাথাতেই দেবদত্ত পাডিক্কলকে হারিয়ে চাপে পড়ে যায় রয়্যালসরা। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক সঞ্জু স্যামসনও (১৬)। একপ্রান্ত থেকে রাজস্থান নিয়মিত সময়ের ব্যবধানে উইকেট হারাতেই থাকে।

 

কিন্তু উলটো দিকে দুর্দান্ত ছন্দে থাকা জস বাটলার লড়তে থাকেন। মূলত বাটলারের ৫২ বলে ৬৭ রানের ইনিংসে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে যায় রাজস্থান। শেষদিকে ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অশ্বিন।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি মুম্বাইয়ের। অধিনায়ক রোহিত মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ঈশান কিষান এদিন শুরুটা ভাল করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি করেন ২৬ রান। তবে এরপর তরুণ তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব মুম্বাই ইনিংসের হাল ধরেন। এই জুটিতে ভর করে লড়াইয়ে ফেরে মুম্বাই। সূর্য করেন ৩৯ বলে ৫১ রান। তিলক খেলেন ৩৫ রানের ইনিংস। শেষদিকে টিম ডেভিড মাথা ঠান্ডা রেখে মুম্বাইকে মৌসুমের প্রথম জয় এনে দেন। মুম্বাই ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আহান-অনীতের রসায়ন নিয়ে বলিউডে জোর গুঞ্জন

» ইসরায়েলকে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

» ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

» বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের

» আজ শনিবার রাজধানীর যেসব এলাকা-মার্কেট বন্ধ

» বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

» বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা জারি

» জনগণের ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে: মতিউর রহমান আকন্দ

» বদরুদ্দীন উমর ছিলেন বহু রাজনীতিবীদের শিক্ষক: মির্জা ফখরুল

» বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যে গণতন্ত্রে মানুষ ভোটের অধিকার নিশ্চিত করে  : ড. মঈন খান

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইপিএল অবশেষে জয়ের দেখা পেল মুম্বাই

আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ানসের এই মৌসুমটা ভয়ংকর কাটছে। কোনোভাবেই যেন হারের বৃত্ত থেকে বের হতে পারছিল না রোহিতরা। অবশেষে চলতি আইপিএলে নিজেদের নবম ম্যাচে শনিবার রাতে সেই আকাঙ্খিত জয় পেয়ে গেছে। রাজস্থান রয়্যালসের দেওয়া ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে ৪ বল হাতে রেখেই জয়ের দেখা পায় মুম্বাই।

 

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভাল হয়নি রাজস্থানের। ২৬ রানের মাথাতেই দেবদত্ত পাডিক্কলকে হারিয়ে চাপে পড়ে যায় রয়্যালসরা। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক সঞ্জু স্যামসনও (১৬)। একপ্রান্ত থেকে রাজস্থান নিয়মিত সময়ের ব্যবধানে উইকেট হারাতেই থাকে।

 

কিন্তু উলটো দিকে দুর্দান্ত ছন্দে থাকা জস বাটলার লড়তে থাকেন। মূলত বাটলারের ৫২ বলে ৬৭ রানের ইনিংসে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে যায় রাজস্থান। শেষদিকে ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অশ্বিন।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি মুম্বাইয়ের। অধিনায়ক রোহিত মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ঈশান কিষান এদিন শুরুটা ভাল করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি করেন ২৬ রান। তবে এরপর তরুণ তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব মুম্বাই ইনিংসের হাল ধরেন। এই জুটিতে ভর করে লড়াইয়ে ফেরে মুম্বাই। সূর্য করেন ৩৯ বলে ৫১ রান। তিলক খেলেন ৩৫ রানের ইনিংস। শেষদিকে টিম ডেভিড মাথা ঠান্ডা রেখে মুম্বাইকে মৌসুমের প্রথম জয় এনে দেন। মুম্বাই ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com