মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ আজ সোমবার বেলা ১২টায় জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার মালঞ্চা ফকিরপাড়া মহল্লার অটোরিক্সা চালক আশরাফ আলীর বাড়ি অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে।
ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা জানান, রাইস কুকারে ভাত রান্না করার সময় বৈদ্যুতিক সর্টসাকিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ফলে গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পাড়ে। সাথে সাথে বাড়ির সম্পূর্ণ জিনিসপত্র পুড়ে যায়। এতে নগদ ৩০হাজার টাকাসহ ৫লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
এসময় বাড়ির আগুন নিভানোর চেষ্টাকালে গৃহকর্তার ছেলে সজিব হোসেন (১৭) অগ্নিদগ্ধ হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।