অমনি মুহূর্তের মধ্যে তিনি হারিয়ে যান ম্যানহোলে। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ওই নারীর সামনে দিয়ে একটি রিক্সা অতিক্রম করে। রিক্সাটি অতিক্রম করতেই তার পিছন পিছন অগ্রসর হতে থাকেন ওই নারী। রিক্সা সরে যেতেই এর আড়ালে থাকা ম্যানহোল দেখা যায়। কিন্তু ওই নারী কোনোদিকে কর্ণপাত না করে মোবাইলে কথা বলতে বলতে সামনে পা বাড়ান। অমনি রাস্তার মাঝে ম্যানহোলের ভিতর পড়ে যান। কপাল ভাল তার। আশপাশে থাকা লোকজন তাকে দেখে ফেলেছিলেন। তারাই কালবিলম্ব না করে ছুটে যান। ওই ম্যানহোল থেকে তাকে টেনে তোলেন।