হোসেইন আলমাসিকে বহরকারী গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি করে। এতে তিনি অক্ষত থাকলেও তাঁর দেহরক্ষী নিহত হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।
হোসেইন আলমাসির নিহত দেহরক্ষীর নাম মাহমুদ আবসালান। তাঁর বাবার নাম জেনারেল পারভিজ আবসালান। তিনি অঞ্চলটিতে আইআরজিসির একজন কমান্ডার।
আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তল্লাশিচৌকিতে সন্ত্রাসীরা হোসেইন আলমাসির গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়।
হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।
দুদিন আগেই সিস্তান-বেলুচিস্তানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তারের ঘোষণা দেয় ইরান। এরপরই একই এলাকায় আইআরজিসির জেনারেলকে লক্ষ্য করে হামলা হলো।
২০০৯ সালে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি রক্তক্ষয়ী আত্মঘাতী হামলা হয়। এ হামলায় আইআরজিসির ২৭ সদস্য নিহত হন।