পরিচালক রোহিত শেঠির অ্যাকশন সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ দিয়ে শুরু হল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর ওটিটি যাত্রা। এক স্মার্ট ও চৌকস পুলিশ অফিসাররূপে তাকে দেখা যাবে এ সিরিজে।
শিল্পার পোস্ট করা ছবিতে দেখা গেছে পুলিশের পোশাকে বন্দুক হাতে তিনি। তার এই লুক ভক্তরা দারুণ পছন্দ করছেন। নেট দুনিয়ায় সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন। শিল্পাও রোহিতের পুলিশ ব্রিগেডে শামিল হতে পেরে দারুণ খুশি।
ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে আগুন লাগানোর জন্য প্রস্তুত। অ্যাকশন কিং রোহিত শেঠির ‘কপ’ দুনিয়ায় শামিল হতে পেরে অত্যন্ত রোমাঞ্চিত।
সম্প্রতি রোহিত তার কপ ড্রামা সিরিজের কথা ঘোষণা করেছেন। আমাজন প্রাইম ভিডিওর সঙ্গে হাত মিলিয়ে সবচেয়ে বড় অ্যাকশন সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ নির্মাণ করছেন তিনি। এই সিরিজে সুপারকপের ভূমিকায় সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে।