সেলিনা হায়াৎ আইভীর মামলায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সাইবার ট্রাইব্যুনাল। মামলার অপর আসামি প্রদীপ দাসের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ারা জারি করেছেন বিচারক।
বৃহস্পতিবার রাতে সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম এ তথ্য জানিয়েছেন।
২০২১ সালের ৪ জানুয়ারি ইউটিউব চ্যানেল ‘হিন্দুস লাইভস মেটারস’ এ দেয়া বক্তব্য সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর উদ্দেশ্যে দেয়া হয়েছে- এমন অভিযোগ এনে অ্যাডভোকেট খোকন সাহা ও প্রদীপ দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী।
খোকন সাহা প্রায় ২৬ বছর ধরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম ক্ষোভ জানিয়ে বলেন, ‘নারায়ণগঞ্জে ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মেয়র আইভী আরও মামলা করেছেন। কয়েক মাস আগে আইভীর মামলা মাথায় নিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন মারা গেছে।