আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশনের (আইপিএ) সদস্য হলেন প্রবাসী সাংবাদিক মেসবাহ উদ্দিন আল্লাল। তিনি জলকন্যা ভেনিসে বাস করেন। সম্প্রতি ভেনিস শাখা থেকে আইপিএ আনুষ্ঠানিকভাবে তার এ সদস্যপদ নিশ্চিত করেছেন।
সম্প্রতি ইতালির ভিল্লাফ্রাংকা পাদোভানা শহরে একটি অনুষ্ঠানে সাংবাদিক মেসবাহ উদ্দিন আলালকে আইপিএর টাই, ব্যাজ, পিন পরিয়ে দেওয়া হয় ও পরিচয়পত্র দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইপিএ ইতালির লোকাল এক্সিকিউটিভ (রভিগো আর০১) প্রেসিডেন্ট ভিটো সিন্ডাকো, ভাইস প্রেসিডেন্ট বারতোলমেও ফিনি, আইপিএর বিভিন্ন পদে অধিষ্ঠিত সাবেক পুলিশ কর্মকর্তা পিয়ের জর্জো, সাবেক নৌ কর্মকর্তা লোনগো চিরো, সাবেক কর পুলিশ লেফটেন্যান্ট মনাকো ভিঞ্চেঞ্ছো ও সাবেক কর পুলিশ মার্শাল কানেটা ইভো।
এসময় আইপিএর নেতারা সাংবাদিক মেসবাহ উদ্দিন আলালকে অ্যাসোসিয়েশনে স্বাগত জানান ও সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে বিশ্বময় ঐক্য শান্তি সমৃদ্ধিকল্পে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
পরে সাংবাদিক মেসবাহ সবাইকে এরকম মর্যাদাপূর্ণ সংগঠনের সদস্য করার জন্য উপস্থিত সব কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জানান।
১৯৫০ সালে প্রতিষ্ঠিত ‘আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশন’ ইউরোপ, আমেরিকা, ইউনেস্কো ও জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল কর্তৃক বিশেষ মর্যাদাপ্রাপ্ত একটি এনজিও। বিশ্বের ৬৫টি দেশে এর শাখা রয়েছে।
মেসবাহ উদ্দিন আলাল বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি ও পাক্ষিক প্রবাস মেলার ইতালি প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সূএ:জাগোনিউজ২৪.কম