ময়নাতদন্তের বেহাল চিত্র

গত বছরের ৯ ফেব্রুয়ারি ভোলার লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল এলাকা থেকে চট্টগ্রাম মুখ্য মহানগর আদালতের নির্দেশে মৃত্যুর প্রায় আট মাস পর কবর থেকে মো. কামাল মাঝি নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করে পিবিআই-পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। ময়নাতদন্তের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয় ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে (সিআর মামলা নম্বর- ১৭৭/২০২০ ইং বাকলিয়া তারিখ-২১/০৯/২০২০)। তবে এ ধরনের লাশের ময়নাতদন্তের অভিজ্ঞতা সেখানে কর্মরত কারও নেই বলে জানানো হয় পিবিআইকে। লাশটি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। লাশ নেওয়া হয় বরিশাল মেডিকেল কলেজে। তবে সেখানকার ফরেনসিক মেডিসিন বিভাগে সে সময় অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পদে কেউ কর্মরত না থাকায় লাশটি ময়নাতদন্তের জন্য অন্য কোনো মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে নেওয়ার অনুরোধ করা হয়। কোনো উপায়ন্তর না পেয়ে সেই লাশ অবশেষে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের সংশ্লিষ্ট বিভাগে। সম্পন্ন হয় ময়নাতদন্ত।

 

অন্যদিকে, ২০১২ সালের ১০ জানুয়ারি রাতে বগুড়ার নন্দিগ্রাম উপজেলার একটি ইউক্যালিপটাস বাগানে ছবের আলীর (৫৫) ঝুলন্ত লাশ পাওয়া যায়। ২১ জানুয়ারি তার স্ত্রী মর্জিনা বেগম এ ঘটনায় আদালতে মামলা করেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকের মন্তব্য ছিল- ছবের আলী আত্মহত্যা করেছেন। দুই দফা পুলিশের চূড়ান্ত প্রতিবেদনেও আত্মহত্যা উল্লেখ ছিল। তবে ঘটনার তিন বছর পর বাদীর নারাজি আবেদনের ভিত্তিতে আদালত পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ দেয়। তিন বছর ১০ মাস পর তদন্তে উদ্ঘাটন হয় মৃত্যুরহস্যের। খুনিদের একজন রবিউল ইসলাম নিহতের ভাগ্নে। হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন, তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন বড় মামাকে (ছবের আলী) খুন করার। তাহলে সব জায়গা তার মা ও ছোট মামা মিলে দখল করতে পারবেন। এ কারণে ঘটনার দিন কৌশলে  বৈঠক করার কথা বলে শেরপুর থেকে ছবের আলীকে নাটোরে ডেকে আনা হয়। এরপর রাতে খাবার খাওয়ার পরই শ্বাসরোধ করা হয় তার, তার বাবা ছবির উদ্দিন, ছোট মামা চান মিয়া ও আনছার আলী মিলে হত্যা করেন তাকে। এরপর হত্যার দায় এড়াতে নিজেদের বাড়ি থেকে সাত-আট কিলোমিটার দূরে পাশের নন্দিগ্রাম উপজেলার একটি বাগানে গিয়ে লাশের গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে আসেন। পরে টাকা দিয়ে ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে লিখিয়ে নেওয়া হয়।

 

উপরের দুটি ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সারা দেশের ময়নাতদন্তের চিত্র। গত কয়েক বছরে অন্তত ২৪টি ঘটনার রহস্য উন্মোচনের আগ পর্যন্ত ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা এবং চূড়ান্ত অভিযোগপত্রে আত্মহত্যা উল্লেখের কারণে ভয়ংকর খুনিরা আড়ালেই ছিলেন দীর্ঘ সময়। সম্প্রতি ময়নাতদন্তে মৃত্যুর কারণ কেন পাল্টে যায়, সারা দেশে ফরেনসিক বিভাগের কেন এমন বেহাল দশা? আবার কীভাবেই বা এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব? সে সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করেছে খোদ ‘পিবিআই’। স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করতে পুলিশ সদর দফতরের মাধ্যমে ৭২ পৃষ্ঠার একটি প্রতিবেদন পাঠিয়েছে পুলিশের এই বিশেষায়িত ইউনিটটি। তাতে রয়েছে ১১টি সুপারিশমালা।

 

পিবিআইর প্রধান, অতিরিক্ত মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার গত রবিবার  বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে ‘আত্মহত্যা’ উল্লেখ করা অন্তত ২৪টি ঘটনায় তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলেন। তবে আদালতের নির্দেশে পিবিআই পুনঃতদন্ত করতে গিয়ে পেয়েছি তা হত্যাকাণ্ড ছিল। এ জন্য ময়নাতদন্তের প্রকৃত চিত্র উল্লেখ করে এবং তার থেকে উত্তরণের সুপারিশ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছি আমরা। এই প্রতিবেদনটি পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

 

দেশের চলমান ময়নাতদন্ত কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, সুরতহাল, ময়নাতদন্ত ও ভিসেরা কার্যক্রমের মধ্যে সমন্বয়ের অভাব আছে। মেডিকেল কলেজগুলোতে ফরেনসিক মেডিসিন বিভাগে চিকিৎসকদের কাজ করার আগ্রহ কম এবং অধিকাংশ স্থানে ‘জোড়াতালি’ দিয়ে ময়নাতদন্ত করা হয়। চিকিৎসা শিক্ষায়ও এ শাখাটি অত্যন্ত অবহেলিত। মর্গগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ, আলোর ব্যবস্থা, আধুনিক অবকাঠামো ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির অভাব আছে। বর্তমানে অনেক জেলায় দিনের বেলায়ও মোমবাতি জ্বালিয়ে ময়নাতদন্ত করতে হয়। মর্গে পর্যাপ্ত দক্ষ জনবলের অভাব ও ময়নাতদন্ত বিষয়ে মর্গ সহকারী বা ডোমদের কোনো মৌলিক প্রশিক্ষণ নেই। এ ছাড়াও ঢাকাসহ ব্যস্ত মর্গগুলোতে ডোম স্বল্পতাও অত্যন্ত প্রকট। লাশ সংরক্ষণে পরিবেশ ও প্রয়োজনীয় নিরাপত্তার অভাব আছে।

 

লাশের বিভিন্ন নমুনা বা ভিসেরা সংরক্ষণে মর্গগুলোতে আলাদা কোনো জায়গা নেই। এগুলো সংরক্ষণের জন্য কনটেইনার বা প্রিজারভেটিভ বা রাসায়নিক সরবরাহ অপ্রতুল। ফলে আলামত নষ্ট হওয়ার প্রবণতা বেশি। সংগৃহীত নমুনা বিভিন্ন ল্যাবরেটরিতে পাঠানো হয়। এসব ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসতেও বিলম্ব হয়। যেখানে সমন্বিত ব্যবস্থাপনার অভাবের কথাও বলছে পিবিআই।

 

বিদেশি নাগরিকদের লাশ প্রচলিত নিয়মে হিমঘরে সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। অল্প সংখ্যক মর্গে ফ্রিজিং বা মর্চুয়ারি কুলার সিস্টেম থাকলেও সেগুলো প্রায়ই নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণে গরমে লাশ দ্রুত পচন ধরে। এ প্রক্রিয়াগুলো রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থাপনা বা তাগাদা নেই।

 

ময়নাতদন্ত প্র্রতিবেদনে মৃত্যুর সম্ভাব্য সময় উল্লেখ থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রতিবেদনে গত বছরের জুন মাসে ঢাকায় নিজ বাসায় চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপি খুনের ঘটনাও উল্লেখ করা হয়। ওই মামলায় খুনের ধরন স্পষ্ট হলেও খুনের সম্ভাব্য সময় জানার জন্য পিবিআই থেকে ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে ময়নাতদন্ত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিষয়টি স্পষ্টকরণে অপারগতা প্রকাশ করেন।

 

ময়নাতদন্ত প্রতিবেদন প্রশ্নবিদ্ধ হওয়ার ৯টি সম্ভাব্য কারণ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ময়নাতদন্তকারী চিকিৎসকদের একটি বৃহৎ অংশের যথাযথ ফরেনসিক বিষয়ে প্রশিক্ষণ নেই। ব্যস্ত মর্গগুলোতে লাশের সংখ্যার আধিক্যের কারণে পর্যাপ্ত সময় না দিয়ে তাড়াহুড়ো করে ময়নাতদন্ত কাজ সম্পাদন করা হয়। ময়নাতদন্ত সম্পাদনের জন্য আধুনিক যন্ত্রপাতি ও হিমাগারসহ স্থাপনা কিংবা অবকাঠামো প্রকট।  ময়নাতদন্তের কাজে সহায়তাকারী মর্গ অ্যাসিসট্যান্ট বা ডোমের স্বল্পতা ও নিয়োগে সুনির্দিষ্ট নিয়োগবিধি নেই। মর্গ অ্যাসিসট্যান্টদের মৌলিক ও ঝালাই প্রশিক্ষণের অভাব এবং তাদের ওপর ময়নাতদন্তকারী কর্মকর্তাদের অতিমাত্রায় নির্ভরশীলতা বিদ্যমান। জটিল ও চাঞ্চল্যকর লাশের ময়নাতদন্তের ক্ষেত্রে বোর্ড গঠন করে ময়নাতদন্ত করা হয় না। ভিসেরা পরীক্ষার জন্য আলামতসমূহ যথাযথ সংরক্ষণে সুবিধা নেই। বিজ্ঞ আদালতে সাক্ষী হওয়ার অনীহায় বিশেষজ্ঞ ডাক্তারদের অনেকেই ময়নাতদন্ত কাজে অংশ নিতে চান না। ময়নাতদন্ত প্রতিবেদন প্রেরণে অস্বাভাবিক বিলম্ব করা হয়।

 

বেহাল অবস্থা থেকে উত্তরণের জন্য ১১ দফা সুপারিশমালায় পিবিআই বলছে, একটি হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত থেকে শুরু করে বিচারকাজ চলা পর্যন্ত ময়নাতদন্ত প্রতিবেদন গুরুত্বপূর্ণ বিষয়। একসময় লাশের ময়নাতদন্ত দিনের আলোয় করার বাধ্যবাধকতা ছিল, এখন বৈদ্যুতিক আলোতে তা করা হয়। কিন্তু কার্যক্রমের দিক থেকে বছরের পর বছর লাশ কাটা ‘অন্ধকারে’ রয়ে গেছে। ময়নাতদন্তের জন্য নির্ধারিত চিকিৎসকদের কোনো বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেই। যেসব জেলা শহরে মেডিকেল কলেজ নেই, সেসব শহরে আরএমও বা মেডিকেল অফিসাররা ময়নাতদন্ত করে থাকেন; তাদের প্রায় সবার এ বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকে না।

 

পিবিআই বলছে, জেলা হাসপাতালগুলোতে ময়নাতদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বা অন্য কোনো প্রক্রিয়ায় আলাদা পদ তৈরি বা সমন্বয় করে আগ্রহী চিকিৎসকদের বিশেষায়িত প্রশিক্ষণ দিয়ে ওই পদের বিপরীতে পদায়ন করা যেতে পারে। তারা ময়নাতদন্তের বাইরে হাসপাতালের স্বাভাবিক সেবায় নিয়োজিত থাকবেন এবং সাধারণ নিয়মে পদোন্নতি পাবেন।

 

ময়নাতদন্তের চিকিৎসকরা অধিকাংশ সময়ে ডোমদের সহায়তা নিয়ে থাকেন। ডোমরা লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করে এবং পুনরায় নির্ধারিত স্থানে লাশ সংরক্ষণ করে। তবে তাদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অভিজ্ঞতা দিয়ে তারা কাজ শেখেন।

 

সরকারি হাসপাতালে চিকিৎসকদের সহায়তা করার জন্য দুটি করে ডোমের পদ আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে তাদের মধ্যে একজন অনুপস্থিত বা ডেপুটেশনে অন্য বিভাগে কর্মরত থাকেন। এ ছাড়া দেশের মর্গগুলোতে নারী লাশ ময়নাতদন্ত করার জন্য নারী মর্গ সহকারী নেই। সব ক্ষেত্রেই পুরুষ মর্গ সহকারীদের মাধ্যমে ময়নাতদন্ত হয়, যা নৈতিকতার দৃষ্টিতে আপত্তিকর।

 

ময়নাতদন্ত স্বচ্ছরূপে সম্পাদন ও লাশ সংরক্ষণের জন্য প্রতিটি হাসপাতালে একজন মর্গ ইনচার্জের নেতৃত্বে নারীসহ পর্যাপ্ত মর্গসহকারী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ থাকা প্রয়োজন বলে সুপারিশে উল্লেখ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে, সাপে কামড়ানো ইত্যাদি মৃত্যু ছাড়া ফাঁসি, বিষ প্রয়োগ, আগুনে দগ্ধ ইত্যাদি সন্দেহজনক মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের ক্ষেত্রে একাধিক বিশেষজ্ঞের সমন্বয়ে বোর্ড গঠন করে ময়নাতদন্ত করারও সুপারিশ করা হয়।

 

যেসব ক্ষেত্রে বাদীর অভিযোগ বা প্রাথমিক তদন্তের ফলাফলের সঙ্গে ময়নাতদন্তকারী চিকিৎসক বা রাসায়নিক পরীক্ষকের মতামত ভিন্নরূপ হয়, সে ক্ষেত্রে বিশেষ বোর্ড স্থাপন করে চূড়ান্ত মতামত দেওয়ারও সুপারিশ করা হয়। আবার সুরতহাল প্রতিবেদনে কোন বিষয়গুলো প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ, কোনগুলো অপ্রাসঙ্গিক সেগুলোর বিষয়ে সুরতহাল প্রস্তুতকারী পুলিশ সদস্যদের প্রাথমিক করণীয়, প্রতিবেদনে ব্যবহৃত শব্দ ও শব্দগুচ্ছের ব্যাখ্যা ইত্যাদি সম্পর্কে মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মাধ্যমে পুলিশ সদস্যদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণ বা সেমিনার আয়োজনের সুযোগ সৃষ্টি করার কথাও বলা হয়। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়ন, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের ক্ষেত্রে অভিন্ন নীতিমালা ও কবর থেকে লাশ উত্তোলনের জন্য নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়।

 

পাশাপাশি আদালতের প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদের ভার্চুয়াল সাক্ষ্য প্রদানের বিষয়টিও বিবেচনা করার কথা উল্লেখ করে মেডিকেল কলেজগুলোর সঙ্গে আদালতের আইটি বিভাগের সমন্বয় সাধনের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয় সুপারিশে। পিবিআইর প্রতিবেদনের বিষয়ে কথা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক রশীদ-ই-মাহবুবের সঙ্গে। তিনি  বলেন, দেখুন ময়নাতদন্ত বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। একাডেমিক সাইড থেকে এটা একটি স্পেশালাইজড জব। কিন্তু আধুনিকতার জায়গাটায় এখনো আসেনি। তবে ময়নাতদন্তের বিষয়টি আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে নেওয়া উচিত। তারাই দেশব্যাপী প্রয়োজন অনুযায়ী চিকিৎসক এবং তাদের সহকারী নিয়োগ দেবে। তাদের উচ্চতর প্রশিক্ষণসহ সব বিষয়াদি দেখভাল করবে। নয়তো এ ধরনের ঘটনা আরও ঘটার অবকাশ রয়েছে বলে মন্তব্য এই বিশেষজ্ঞের। সূএ:বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চাঁদাবাজদের তালিকা তৈরি, দুদিনের মধ্যে অভিযান: ডিএমপি কমিশনার

» গুরুত্বপূর্ণ বিল পাশ করে শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র

» বাসে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি পাইপ গানসহ দুই যাত্রী গ্রেপ্তার

» সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হাসান আরিফের জানাজা সম্পন্ন

» উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’

» ‘স্পিরিটস অব জুলাই’ কনসার্ট ঘিরে যান চলাচলে নির্দেশনা

» সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু

» বেইলি ব্রিজ ভেঙে তুরাগ ন‌দে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

» সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

» ক‍্যানবেরায় ১২ প্রবাসীকে বাংলাদেশ হাইকমিশনের অ‍্যাওয়ার্ড প্রদান

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ময়নাতদন্তের বেহাল চিত্র

গত বছরের ৯ ফেব্রুয়ারি ভোলার লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল এলাকা থেকে চট্টগ্রাম মুখ্য মহানগর আদালতের নির্দেশে মৃত্যুর প্রায় আট মাস পর কবর থেকে মো. কামাল মাঝি নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করে পিবিআই-পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। ময়নাতদন্তের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয় ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে (সিআর মামলা নম্বর- ১৭৭/২০২০ ইং বাকলিয়া তারিখ-২১/০৯/২০২০)। তবে এ ধরনের লাশের ময়নাতদন্তের অভিজ্ঞতা সেখানে কর্মরত কারও নেই বলে জানানো হয় পিবিআইকে। লাশটি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। লাশ নেওয়া হয় বরিশাল মেডিকেল কলেজে। তবে সেখানকার ফরেনসিক মেডিসিন বিভাগে সে সময় অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পদে কেউ কর্মরত না থাকায় লাশটি ময়নাতদন্তের জন্য অন্য কোনো মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে নেওয়ার অনুরোধ করা হয়। কোনো উপায়ন্তর না পেয়ে সেই লাশ অবশেষে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের সংশ্লিষ্ট বিভাগে। সম্পন্ন হয় ময়নাতদন্ত।

 

অন্যদিকে, ২০১২ সালের ১০ জানুয়ারি রাতে বগুড়ার নন্দিগ্রাম উপজেলার একটি ইউক্যালিপটাস বাগানে ছবের আলীর (৫৫) ঝুলন্ত লাশ পাওয়া যায়। ২১ জানুয়ারি তার স্ত্রী মর্জিনা বেগম এ ঘটনায় আদালতে মামলা করেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকের মন্তব্য ছিল- ছবের আলী আত্মহত্যা করেছেন। দুই দফা পুলিশের চূড়ান্ত প্রতিবেদনেও আত্মহত্যা উল্লেখ ছিল। তবে ঘটনার তিন বছর পর বাদীর নারাজি আবেদনের ভিত্তিতে আদালত পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ দেয়। তিন বছর ১০ মাস পর তদন্তে উদ্ঘাটন হয় মৃত্যুরহস্যের। খুনিদের একজন রবিউল ইসলাম নিহতের ভাগ্নে। হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন, তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন বড় মামাকে (ছবের আলী) খুন করার। তাহলে সব জায়গা তার মা ও ছোট মামা মিলে দখল করতে পারবেন। এ কারণে ঘটনার দিন কৌশলে  বৈঠক করার কথা বলে শেরপুর থেকে ছবের আলীকে নাটোরে ডেকে আনা হয়। এরপর রাতে খাবার খাওয়ার পরই শ্বাসরোধ করা হয় তার, তার বাবা ছবির উদ্দিন, ছোট মামা চান মিয়া ও আনছার আলী মিলে হত্যা করেন তাকে। এরপর হত্যার দায় এড়াতে নিজেদের বাড়ি থেকে সাত-আট কিলোমিটার দূরে পাশের নন্দিগ্রাম উপজেলার একটি বাগানে গিয়ে লাশের গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে আসেন। পরে টাকা দিয়ে ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে লিখিয়ে নেওয়া হয়।

 

উপরের দুটি ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সারা দেশের ময়নাতদন্তের চিত্র। গত কয়েক বছরে অন্তত ২৪টি ঘটনার রহস্য উন্মোচনের আগ পর্যন্ত ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা এবং চূড়ান্ত অভিযোগপত্রে আত্মহত্যা উল্লেখের কারণে ভয়ংকর খুনিরা আড়ালেই ছিলেন দীর্ঘ সময়। সম্প্রতি ময়নাতদন্তে মৃত্যুর কারণ কেন পাল্টে যায়, সারা দেশে ফরেনসিক বিভাগের কেন এমন বেহাল দশা? আবার কীভাবেই বা এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব? সে সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করেছে খোদ ‘পিবিআই’। স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করতে পুলিশ সদর দফতরের মাধ্যমে ৭২ পৃষ্ঠার একটি প্রতিবেদন পাঠিয়েছে পুলিশের এই বিশেষায়িত ইউনিটটি। তাতে রয়েছে ১১টি সুপারিশমালা।

 

পিবিআইর প্রধান, অতিরিক্ত মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার গত রবিবার  বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে ‘আত্মহত্যা’ উল্লেখ করা অন্তত ২৪টি ঘটনায় তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলেন। তবে আদালতের নির্দেশে পিবিআই পুনঃতদন্ত করতে গিয়ে পেয়েছি তা হত্যাকাণ্ড ছিল। এ জন্য ময়নাতদন্তের প্রকৃত চিত্র উল্লেখ করে এবং তার থেকে উত্তরণের সুপারিশ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছি আমরা। এই প্রতিবেদনটি পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

 

দেশের চলমান ময়নাতদন্ত কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, সুরতহাল, ময়নাতদন্ত ও ভিসেরা কার্যক্রমের মধ্যে সমন্বয়ের অভাব আছে। মেডিকেল কলেজগুলোতে ফরেনসিক মেডিসিন বিভাগে চিকিৎসকদের কাজ করার আগ্রহ কম এবং অধিকাংশ স্থানে ‘জোড়াতালি’ দিয়ে ময়নাতদন্ত করা হয়। চিকিৎসা শিক্ষায়ও এ শাখাটি অত্যন্ত অবহেলিত। মর্গগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ, আলোর ব্যবস্থা, আধুনিক অবকাঠামো ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির অভাব আছে। বর্তমানে অনেক জেলায় দিনের বেলায়ও মোমবাতি জ্বালিয়ে ময়নাতদন্ত করতে হয়। মর্গে পর্যাপ্ত দক্ষ জনবলের অভাব ও ময়নাতদন্ত বিষয়ে মর্গ সহকারী বা ডোমদের কোনো মৌলিক প্রশিক্ষণ নেই। এ ছাড়াও ঢাকাসহ ব্যস্ত মর্গগুলোতে ডোম স্বল্পতাও অত্যন্ত প্রকট। লাশ সংরক্ষণে পরিবেশ ও প্রয়োজনীয় নিরাপত্তার অভাব আছে।

 

লাশের বিভিন্ন নমুনা বা ভিসেরা সংরক্ষণে মর্গগুলোতে আলাদা কোনো জায়গা নেই। এগুলো সংরক্ষণের জন্য কনটেইনার বা প্রিজারভেটিভ বা রাসায়নিক সরবরাহ অপ্রতুল। ফলে আলামত নষ্ট হওয়ার প্রবণতা বেশি। সংগৃহীত নমুনা বিভিন্ন ল্যাবরেটরিতে পাঠানো হয়। এসব ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসতেও বিলম্ব হয়। যেখানে সমন্বিত ব্যবস্থাপনার অভাবের কথাও বলছে পিবিআই।

 

বিদেশি নাগরিকদের লাশ প্রচলিত নিয়মে হিমঘরে সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। অল্প সংখ্যক মর্গে ফ্রিজিং বা মর্চুয়ারি কুলার সিস্টেম থাকলেও সেগুলো প্রায়ই নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণে গরমে লাশ দ্রুত পচন ধরে। এ প্রক্রিয়াগুলো রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থাপনা বা তাগাদা নেই।

 

ময়নাতদন্ত প্র্রতিবেদনে মৃত্যুর সম্ভাব্য সময় উল্লেখ থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রতিবেদনে গত বছরের জুন মাসে ঢাকায় নিজ বাসায় চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপি খুনের ঘটনাও উল্লেখ করা হয়। ওই মামলায় খুনের ধরন স্পষ্ট হলেও খুনের সম্ভাব্য সময় জানার জন্য পিবিআই থেকে ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে ময়নাতদন্ত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিষয়টি স্পষ্টকরণে অপারগতা প্রকাশ করেন।

 

ময়নাতদন্ত প্রতিবেদন প্রশ্নবিদ্ধ হওয়ার ৯টি সম্ভাব্য কারণ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ময়নাতদন্তকারী চিকিৎসকদের একটি বৃহৎ অংশের যথাযথ ফরেনসিক বিষয়ে প্রশিক্ষণ নেই। ব্যস্ত মর্গগুলোতে লাশের সংখ্যার আধিক্যের কারণে পর্যাপ্ত সময় না দিয়ে তাড়াহুড়ো করে ময়নাতদন্ত কাজ সম্পাদন করা হয়। ময়নাতদন্ত সম্পাদনের জন্য আধুনিক যন্ত্রপাতি ও হিমাগারসহ স্থাপনা কিংবা অবকাঠামো প্রকট।  ময়নাতদন্তের কাজে সহায়তাকারী মর্গ অ্যাসিসট্যান্ট বা ডোমের স্বল্পতা ও নিয়োগে সুনির্দিষ্ট নিয়োগবিধি নেই। মর্গ অ্যাসিসট্যান্টদের মৌলিক ও ঝালাই প্রশিক্ষণের অভাব এবং তাদের ওপর ময়নাতদন্তকারী কর্মকর্তাদের অতিমাত্রায় নির্ভরশীলতা বিদ্যমান। জটিল ও চাঞ্চল্যকর লাশের ময়নাতদন্তের ক্ষেত্রে বোর্ড গঠন করে ময়নাতদন্ত করা হয় না। ভিসেরা পরীক্ষার জন্য আলামতসমূহ যথাযথ সংরক্ষণে সুবিধা নেই। বিজ্ঞ আদালতে সাক্ষী হওয়ার অনীহায় বিশেষজ্ঞ ডাক্তারদের অনেকেই ময়নাতদন্ত কাজে অংশ নিতে চান না। ময়নাতদন্ত প্রতিবেদন প্রেরণে অস্বাভাবিক বিলম্ব করা হয়।

 

বেহাল অবস্থা থেকে উত্তরণের জন্য ১১ দফা সুপারিশমালায় পিবিআই বলছে, একটি হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত থেকে শুরু করে বিচারকাজ চলা পর্যন্ত ময়নাতদন্ত প্রতিবেদন গুরুত্বপূর্ণ বিষয়। একসময় লাশের ময়নাতদন্ত দিনের আলোয় করার বাধ্যবাধকতা ছিল, এখন বৈদ্যুতিক আলোতে তা করা হয়। কিন্তু কার্যক্রমের দিক থেকে বছরের পর বছর লাশ কাটা ‘অন্ধকারে’ রয়ে গেছে। ময়নাতদন্তের জন্য নির্ধারিত চিকিৎসকদের কোনো বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেই। যেসব জেলা শহরে মেডিকেল কলেজ নেই, সেসব শহরে আরএমও বা মেডিকেল অফিসাররা ময়নাতদন্ত করে থাকেন; তাদের প্রায় সবার এ বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকে না।

 

পিবিআই বলছে, জেলা হাসপাতালগুলোতে ময়নাতদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বা অন্য কোনো প্রক্রিয়ায় আলাদা পদ তৈরি বা সমন্বয় করে আগ্রহী চিকিৎসকদের বিশেষায়িত প্রশিক্ষণ দিয়ে ওই পদের বিপরীতে পদায়ন করা যেতে পারে। তারা ময়নাতদন্তের বাইরে হাসপাতালের স্বাভাবিক সেবায় নিয়োজিত থাকবেন এবং সাধারণ নিয়মে পদোন্নতি পাবেন।

 

ময়নাতদন্তের চিকিৎসকরা অধিকাংশ সময়ে ডোমদের সহায়তা নিয়ে থাকেন। ডোমরা লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করে এবং পুনরায় নির্ধারিত স্থানে লাশ সংরক্ষণ করে। তবে তাদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অভিজ্ঞতা দিয়ে তারা কাজ শেখেন।

 

সরকারি হাসপাতালে চিকিৎসকদের সহায়তা করার জন্য দুটি করে ডোমের পদ আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে তাদের মধ্যে একজন অনুপস্থিত বা ডেপুটেশনে অন্য বিভাগে কর্মরত থাকেন। এ ছাড়া দেশের মর্গগুলোতে নারী লাশ ময়নাতদন্ত করার জন্য নারী মর্গ সহকারী নেই। সব ক্ষেত্রেই পুরুষ মর্গ সহকারীদের মাধ্যমে ময়নাতদন্ত হয়, যা নৈতিকতার দৃষ্টিতে আপত্তিকর।

 

ময়নাতদন্ত স্বচ্ছরূপে সম্পাদন ও লাশ সংরক্ষণের জন্য প্রতিটি হাসপাতালে একজন মর্গ ইনচার্জের নেতৃত্বে নারীসহ পর্যাপ্ত মর্গসহকারী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ থাকা প্রয়োজন বলে সুপারিশে উল্লেখ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে, সাপে কামড়ানো ইত্যাদি মৃত্যু ছাড়া ফাঁসি, বিষ প্রয়োগ, আগুনে দগ্ধ ইত্যাদি সন্দেহজনক মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের ক্ষেত্রে একাধিক বিশেষজ্ঞের সমন্বয়ে বোর্ড গঠন করে ময়নাতদন্ত করারও সুপারিশ করা হয়।

 

যেসব ক্ষেত্রে বাদীর অভিযোগ বা প্রাথমিক তদন্তের ফলাফলের সঙ্গে ময়নাতদন্তকারী চিকিৎসক বা রাসায়নিক পরীক্ষকের মতামত ভিন্নরূপ হয়, সে ক্ষেত্রে বিশেষ বোর্ড স্থাপন করে চূড়ান্ত মতামত দেওয়ারও সুপারিশ করা হয়। আবার সুরতহাল প্রতিবেদনে কোন বিষয়গুলো প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ, কোনগুলো অপ্রাসঙ্গিক সেগুলোর বিষয়ে সুরতহাল প্রস্তুতকারী পুলিশ সদস্যদের প্রাথমিক করণীয়, প্রতিবেদনে ব্যবহৃত শব্দ ও শব্দগুচ্ছের ব্যাখ্যা ইত্যাদি সম্পর্কে মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মাধ্যমে পুলিশ সদস্যদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণ বা সেমিনার আয়োজনের সুযোগ সৃষ্টি করার কথাও বলা হয়। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়ন, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের ক্ষেত্রে অভিন্ন নীতিমালা ও কবর থেকে লাশ উত্তোলনের জন্য নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়।

 

পাশাপাশি আদালতের প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদের ভার্চুয়াল সাক্ষ্য প্রদানের বিষয়টিও বিবেচনা করার কথা উল্লেখ করে মেডিকেল কলেজগুলোর সঙ্গে আদালতের আইটি বিভাগের সমন্বয় সাধনের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয় সুপারিশে। পিবিআইর প্রতিবেদনের বিষয়ে কথা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক রশীদ-ই-মাহবুবের সঙ্গে। তিনি  বলেন, দেখুন ময়নাতদন্ত বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। একাডেমিক সাইড থেকে এটা একটি স্পেশালাইজড জব। কিন্তু আধুনিকতার জায়গাটায় এখনো আসেনি। তবে ময়নাতদন্তের বিষয়টি আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে নেওয়া উচিত। তারাই দেশব্যাপী প্রয়োজন অনুযায়ী চিকিৎসক এবং তাদের সহকারী নিয়োগ দেবে। তাদের উচ্চতর প্রশিক্ষণসহ সব বিষয়াদি দেখভাল করবে। নয়তো এ ধরনের ঘটনা আরও ঘটার অবকাশ রয়েছে বলে মন্তব্য এই বিশেষজ্ঞের। সূএ:বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com