উত্তম চক্রবর্তী,মণিরামপুর অফিস।। তামান্তা ইসলাম তনিমা মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রী কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বৃত্তির ফলাফল গতকাল ইন্টারনেটে প্রকাশ করেছে শিক্ষা বোড কর্তৃপক্ষ।
উল্লেখ্য- এই মেধাবি শিক্ষার্থী তামান্তা ইসলাম তনিমা রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে এসএসসি পরীক্ষার জিপিএ-৫.০০ ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। তনিমা রাজগঞ্জ বাজারের বিশিস্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা মো. রবিউল ইসলাম রবির কন্যা। তারা মা একজন গৃহিনী। এই শিক্ষার্থীর পিতা-মাতা, দাদা-দাদিসহ সকল আত্মীয়স্বজন তার ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় মহান আল্লাহ-তা-আলার নিকট শুকরিয়া আদায় করেন এবং তনিমার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। তনিমার পিতা মো. রবিউল ইসলাম রবি বলেন- যেকোনো ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়াশুনা এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার কোনো বিকল্প নেই। তার বৃত্তি পাওয়ার জন্য, তার শিক্ষক ও আমাদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।
তনিমা তার বিদ্যালয়ের শিক্ষকগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি সকলের নিকট ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে পারে সেজন্য দোয়া এবং আশীর্বাদ কামনা করেছেন। মো. রবিউল ইসলাম রবি বলেন- সে বড় হয়ে লেখাপড়া শেষ করে একজন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে উঠে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োগ করতে চায়।
Facebook Comments Box