নিজস্ব সংবাদদাতাঃ ১৩ নং ওয়ার্ড এর সবচেয়ে অবহেলিত এলাকা পূর্ব মনিপুর বেগম রোকেয়া স্মরণী। দীর্ঘদিন এই এলাকার মানুষ অনেক ভোগান্তির শিকার,বিশেষ করে জলাবদ্ধতা ছিলো সবসময়।
ইসমাইল মোল্লা কাউন্সিল নির্বাচিত হওয়ার পর এখন এই দুর্ভোগ থেকে অনেকটাই মুক্তি পেয়েছে এই এলাকায় বসবাসরত মানুষ। তারই ধারাবাহিকতায় LTCL থেকে খানের মোড় হয়ে মনিপুর আমতলা মসজিদ পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ আঃ করিম। এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ ইসমাইল মোল্লা. তালেব ,রাজ্জাক. রিপন. তাজুল ইসলাম .জামান . রকমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।