দেড় ঘণ্টা চেষ্টার পর লালবাগের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও অর্থ) হাবিবুর রহমান বলেন, টিনশেডের কারখানাটিতে আগুন লাগে। তবে প্লাস্টিকের মালামাল থাকায় তা দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতি এবং আগুনের কারণ তদন্তের পরই বলা যাবে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার রোজিনার আক্তার বলেন, লালবাগ শহীদ নগর বউ বাজার এলাকায় দুপর ১২টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। টিনশেডের কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।