ঠাকুরগাঁও পৌর শহরের হাজী পাড়ার দুই বন্ধুর মাঝে বিবাদের জেরে গলায় ছুরি ঠেকিয়ে সাড়ে ৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাড়িতে থাকা এক নারী সদস্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে বন্ধু মুত্তাকিফ আহানাফ অরফির (১৬) বাসায় এই ঘটনা ঘটে। প্রতিপক্ষ বন্ধু মাহফুজ আনাম নুহাশের সাথে বিবাদের জেরে এমন ঝামেলার সূত্রপাত হয়েছে বলে অভিযোগ করেছে অরফির পরিবার।
আহত লায়লা বেগম জানান, তারাবি শেষে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। বাড়ির দোতালায় দরজায় কড়া নাড়েন কেউ। খুলতেই হাতে থাকা দেশীয় অস্ত্র, রড দিয়ে অতর্কিত হামলা চালায়। স্বামী-স্ত্রীকে মারপিট করে গলায় ছুরি ঠেকিয়ে রাখা হয়। এরপর বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে ড্রয়ার থেকে জমি বিক্রি করা সাড়ে সাত লাখ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তিনি বর্তমানে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অরফি বলেন, মা-বাবার ওপর হামলার কথা শোনে বাড়িতে আসি। এসেই ৯৯৯- এ কল করি। পুলিশ এসে আমাদের সাহস যুগিয়েছেন। আশা করি সন্ত্রাসীরা গ্রেপ্তার হবেন।
অরফির পিতা ইসরাফিল হোসেন অভিযোগ করেন, আমার ছেলের বন্ধু নুহাসের কথামত পরিকল্পিতভাবে স্থানীয় ওহিদুল ও বাকীর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল হামলা ও নগদ সাড়ে ৭ লাখ টাকা লুটপাট করে নিয়ে গেছে।
অভিযুক্ত বাকীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওই বাড়িতে যাওয়ার কথা স্বীকার করেন। তবে অহিদুলের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানায়।
ঠাকুরগাঁও সদর থানার এএসআই নবিউল ইসলাম বলেন, ৯৯৯- এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।