ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ইরানে কখন হামলা হবে সে ব্যাপারে ইসরায়েলকে গোপন বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি মিডিয়া চ্যানেল-১৪ এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’।
প্রতিবেদন অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরানে সম্ভাব্য হামলার সকল প্রস্তুতি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যেই হামলা চালানোর উপযুক্ত সুযোগ সৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
বার্তায় এটিও স্পষ্ট করা হয় যে, যুক্তরাষ্ট্র কেবল প্রস্তুতি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করছে- এমনটি নয়। মার্কিন দৃষ্টিভঙ্গি অনুযায়ী, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে নির্দেশ দেন, তাহলে এর আগেই হামলা চালানো সম্ভব। যদিও বর্তমান পরিস্থিতিতে সে ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনায় নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি আরও জোরদার করে চলেছে। ইরানের বিরুদ্ধে যেকোনও সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে অঞ্চলজুড়ে মার্কিন বাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থলভিত্তিক সেনা ও সামরিক সরঞ্জামের এমন ব্যাপক ও নজিরবিহীন মোতায়েন রয়েছে, যা মার্কিন সামরিক বাহিনীকে কার্যত পূর্ণ স্বাধীনতা দিচ্ছে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে। সূত্র: মিডল ইস্ট মনিটর








