শীর্ষে আলিয়া, দীপিকাকে দিলেন দুই গোল

বিশ্বের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড। এখানে তুমুল লড়াই করে টিকে থাকতে হয়। খ্যাতি বা শীর্ষে থাকার জন্য নায়কদের মধ্যে চলে যেমন প্রতিযোগিতা, তেমনি নায়িকারাও কম যান না। এই ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা বলতে দুদিন আগেও দীপিকা পাড়ুকোনের নাম বলতেন সবাই। তবে দীপিকার সেই সুদিন নাকি নেই। তাকে পিছনে ফেলে শীর্ষে উঠেছে আলিয়া ভাট।

 

তবে একবার নয়, দীপিকাকে নাকি দুইবার মাত করেছেন আলিয়া। এমন দাবিও করছে বলিউডের অনেকে। আর একদিন বাদেই রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন পরিচালক-প্রযোজক মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া। ১৪ তারিখ সেই অনুষ্ঠানের তোড়জোড়ে ব্যস্ত দুই পরিবার। কাপুর খানদানের সঙ্গে ভাট পরিবারের নতুন এই বন্ধন ঘিরে উৎসাহের শেষ নেই দুই তারকার ভক্তদেরও।

 

রণবীরের সঙ্গে এককালে দীপিকার সম্পর্ক ছিল, এ গল্প তো কারও অজানা নয়। বিয়ের প্রস্তুতির মধ্যেই দীপিকার বিরুদ্ধে ‘যুদ্ধজয়ে’র গন্ধ পাচ্ছেন আলিয়ার অনুরাগীরা। আলিয়া-শিবিরের সাফ দাবি, দীপিকার থেকে রণবীরকে ছিনিয়ে নিয়ে প্রথম যুদ্ধ জয় করে ফেলেছেন মহেশ-কন্যা।

 

রণবীর-দীপিকা জুটি নিয়ে কম লেখালেখি হয়নি সংবাদমাধ্যমে। করবে না-ই বা কেন? রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে লুকোছাপা ছিল না দীপিকার। সবার চোখের সামনেই ঘোরাফেরা করেছেন হাত ধরে। বিমানবন্দরে প্রকাশ্যেই চুম্বনে বেঁধেছেন একে অপরকে। প্রেম প্রকাশে রাখঢাক ছিল না কারও। অনেকেই ভেবেছিলেন, দীপিকার সঙ্গেই জীবন কাটাবেন রণবীর। তবে শেষমেশ তাদের সম্পর্ক টেকেনি।

 

দীপিকার সঙ্গে বিচ্ছেদের পর পর একাধিক নায়িকার সঙ্গে রণবীর সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। নার্গিস ফকরি, অ্যাঞ্জেলা জনসন, ক্যাটরিনা কাইফ বা মাহিরা খান- রণবীরের ডেটিং-তালিকা দীর্ঘ হতে থেকেছে। তবে শেষমেশ আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর। এটাই নাকি আলিয়ার জয়। এমন দাবি করছে বলিউডপাড়া।

 

রণবীরের বিশ্বাসযোগ্যতা নিয়ে এক সময় প্রশ্ন তুলেছিলেন দীপিকা। এ ক্ষেত্রেও নাকি আলিয়ার থেকে পুরো নম্বর জুটিয়ে নিয়েছেন রণবীর। প্রেমিকের পাশাপাশি বলিউডের এক নম্বর নায়িকার আসনও নাকি আলিয়াকে ছেড়ে দিতে হয়েছে দীপিকাকে। এই মুহূর্তে সঞ্জয় লীলা বানসালির প্রিয় নায়িকা আলিয়া। বলিউডে জোর কানাঘুষা, দীপিকাকে সরিয়ে সে জায়গা দখল করেছেন আলিয়া।

 

অথচ ‘গালিয়োও কি রাসলীলা রামলীলা’র পর বানসালির ‘বাজিরাও মাস্তানি’ বা ‘পদ্মাবত’-এর মতো ছবিতে দেখা গেছে দীপিকাকে। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’তেও নাকি দীপিকাকেই ভেবেছিলেন বানসালি। তবে পরিচালকের কাছে নাকি মোটা অংকের পারিশ্রমিক চেয়ে বসেন দীপিকা। তাতেই বেঁকে বসেন বানসালি।

 

এরপর বানসালির কাছ থেকে ‘গাঙ্গুবাঈ’-এর প্রস্তাব গেলে নাকি কোনো চিন্তা ভাবনা বা দাম দর করা ছাড়াই লুফে নিয়েছিলেন আলিয়া। বলেছিলেন যে পারিশ্রমিক নয়, ‘বানসালি স্যার’-এর সঙ্গে কাজ করাটাই তার লক্ষ্য। আলিয়ার ওপর ভরসা করে ভুল করছেন। বানসালিকে নাকি এ কথাও শুনতে হয়েছিল। ‘গাঙ্গুবাঈ’-এর মতো ‘কঠিন’ চরিত্রে আলিয়ার মতো ‘শিশুসুলভ’ মুখশ্রী নাকি মানানসই হবে না।

 

তবে নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন বানসালি। বক্স অফিসে সোনা ফলিয়েছে ‘গাঙ্গুবাঈ’। মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। তবে এই প্রথম নয়। বক্স অফিস ইন্ডিয়া নামে একটি ওয়েবসাইটের দাবি, নারীকেন্দ্রিক বিষয়বস্তু নিয়ে দুটি ১০০ কোটির ছবি উপহার দিয়েছেন আলিয়া।

 

২০১৯ সালে নারীকেন্দ্রীক ছবি ‘রাজি’তেও কামাল করেছিলেন আলিয়া। মেঘনা গুলজার পরিচালিত সে ছবি ১২২.৩৯ কোটি টাকার ব্যবসা করেছিল। তারপর এস এস রাজামৌলীর ‘আরআরআর’-এ স্বল্প সময়ের জন্য তার উপস্থিতি থাকলেও নজর কেড়েছেন সেখানেও। বক্স অফিসে সে ছবি তো এক হাজার কোটি টাকার বেশি আয় করেছে। ফলে আলিয়া যে বলিউডের নতুন রানি, এমন দাবিই জোরালো হচ্ছে।  সূএ: ঢাকাটাইমস ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জনতাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ মানবিক দেশ গড়তে চান তারেক রহমান

» ‘আর কারও যেন মাগুরার শিশুটির মতো করুণ পরিণতি না হয়’

» শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিৎ: আমান

» ‘সৌদি অর্থ দেয়নি, দ্বিগুণের বেশি টাকা ব্যয় প্রতিটি মডেল মসজিদে’

» হাসিনাকে ফেরত চাওয়া চিঠির জবাব এখনো দেয়নি ভারত : মুখপাত্র

» জামায়াত শাপলাকে, আওয়ামী লীগ শাহবাগকে প্রক্সি হিসেবে ব্যবহার করেছে: মাহফুজ আলম

» সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি : সালাহউদ্দিন

» ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত : প্রিন্স

» আগের বিচারগুলো হলে আছিয়াকে এভাবে হারাতে হতো না : সারজিস

» ভূমিকম্পে কাঁপল ইতালি, আতঙ্কে রাস্তায় মানুষ

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শীর্ষে আলিয়া, দীপিকাকে দিলেন দুই গোল

বিশ্বের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড। এখানে তুমুল লড়াই করে টিকে থাকতে হয়। খ্যাতি বা শীর্ষে থাকার জন্য নায়কদের মধ্যে চলে যেমন প্রতিযোগিতা, তেমনি নায়িকারাও কম যান না। এই ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা বলতে দুদিন আগেও দীপিকা পাড়ুকোনের নাম বলতেন সবাই। তবে দীপিকার সেই সুদিন নাকি নেই। তাকে পিছনে ফেলে শীর্ষে উঠেছে আলিয়া ভাট।

 

তবে একবার নয়, দীপিকাকে নাকি দুইবার মাত করেছেন আলিয়া। এমন দাবিও করছে বলিউডের অনেকে। আর একদিন বাদেই রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন পরিচালক-প্রযোজক মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া। ১৪ তারিখ সেই অনুষ্ঠানের তোড়জোড়ে ব্যস্ত দুই পরিবার। কাপুর খানদানের সঙ্গে ভাট পরিবারের নতুন এই বন্ধন ঘিরে উৎসাহের শেষ নেই দুই তারকার ভক্তদেরও।

 

রণবীরের সঙ্গে এককালে দীপিকার সম্পর্ক ছিল, এ গল্প তো কারও অজানা নয়। বিয়ের প্রস্তুতির মধ্যেই দীপিকার বিরুদ্ধে ‘যুদ্ধজয়ে’র গন্ধ পাচ্ছেন আলিয়ার অনুরাগীরা। আলিয়া-শিবিরের সাফ দাবি, দীপিকার থেকে রণবীরকে ছিনিয়ে নিয়ে প্রথম যুদ্ধ জয় করে ফেলেছেন মহেশ-কন্যা।

 

রণবীর-দীপিকা জুটি নিয়ে কম লেখালেখি হয়নি সংবাদমাধ্যমে। করবে না-ই বা কেন? রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে লুকোছাপা ছিল না দীপিকার। সবার চোখের সামনেই ঘোরাফেরা করেছেন হাত ধরে। বিমানবন্দরে প্রকাশ্যেই চুম্বনে বেঁধেছেন একে অপরকে। প্রেম প্রকাশে রাখঢাক ছিল না কারও। অনেকেই ভেবেছিলেন, দীপিকার সঙ্গেই জীবন কাটাবেন রণবীর। তবে শেষমেশ তাদের সম্পর্ক টেকেনি।

 

দীপিকার সঙ্গে বিচ্ছেদের পর পর একাধিক নায়িকার সঙ্গে রণবীর সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। নার্গিস ফকরি, অ্যাঞ্জেলা জনসন, ক্যাটরিনা কাইফ বা মাহিরা খান- রণবীরের ডেটিং-তালিকা দীর্ঘ হতে থেকেছে। তবে শেষমেশ আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর। এটাই নাকি আলিয়ার জয়। এমন দাবি করছে বলিউডপাড়া।

 

রণবীরের বিশ্বাসযোগ্যতা নিয়ে এক সময় প্রশ্ন তুলেছিলেন দীপিকা। এ ক্ষেত্রেও নাকি আলিয়ার থেকে পুরো নম্বর জুটিয়ে নিয়েছেন রণবীর। প্রেমিকের পাশাপাশি বলিউডের এক নম্বর নায়িকার আসনও নাকি আলিয়াকে ছেড়ে দিতে হয়েছে দীপিকাকে। এই মুহূর্তে সঞ্জয় লীলা বানসালির প্রিয় নায়িকা আলিয়া। বলিউডে জোর কানাঘুষা, দীপিকাকে সরিয়ে সে জায়গা দখল করেছেন আলিয়া।

 

অথচ ‘গালিয়োও কি রাসলীলা রামলীলা’র পর বানসালির ‘বাজিরাও মাস্তানি’ বা ‘পদ্মাবত’-এর মতো ছবিতে দেখা গেছে দীপিকাকে। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’তেও নাকি দীপিকাকেই ভেবেছিলেন বানসালি। তবে পরিচালকের কাছে নাকি মোটা অংকের পারিশ্রমিক চেয়ে বসেন দীপিকা। তাতেই বেঁকে বসেন বানসালি।

 

এরপর বানসালির কাছ থেকে ‘গাঙ্গুবাঈ’-এর প্রস্তাব গেলে নাকি কোনো চিন্তা ভাবনা বা দাম দর করা ছাড়াই লুফে নিয়েছিলেন আলিয়া। বলেছিলেন যে পারিশ্রমিক নয়, ‘বানসালি স্যার’-এর সঙ্গে কাজ করাটাই তার লক্ষ্য। আলিয়ার ওপর ভরসা করে ভুল করছেন। বানসালিকে নাকি এ কথাও শুনতে হয়েছিল। ‘গাঙ্গুবাঈ’-এর মতো ‘কঠিন’ চরিত্রে আলিয়ার মতো ‘শিশুসুলভ’ মুখশ্রী নাকি মানানসই হবে না।

 

তবে নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন বানসালি। বক্স অফিসে সোনা ফলিয়েছে ‘গাঙ্গুবাঈ’। মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। তবে এই প্রথম নয়। বক্স অফিস ইন্ডিয়া নামে একটি ওয়েবসাইটের দাবি, নারীকেন্দ্রিক বিষয়বস্তু নিয়ে দুটি ১০০ কোটির ছবি উপহার দিয়েছেন আলিয়া।

 

২০১৯ সালে নারীকেন্দ্রীক ছবি ‘রাজি’তেও কামাল করেছিলেন আলিয়া। মেঘনা গুলজার পরিচালিত সে ছবি ১২২.৩৯ কোটি টাকার ব্যবসা করেছিল। তারপর এস এস রাজামৌলীর ‘আরআরআর’-এ স্বল্প সময়ের জন্য তার উপস্থিতি থাকলেও নজর কেড়েছেন সেখানেও। বক্স অফিসে সে ছবি তো এক হাজার কোটি টাকার বেশি আয় করেছে। ফলে আলিয়া যে বলিউডের নতুন রানি, এমন দাবিই জোরালো হচ্ছে।  সূএ: ঢাকাটাইমস ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com