ছবি সংগৃহীত
‘অনলাইন ডেস্ক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি, আর গত ১৭ মাস অন্য দলের ফ্যাসিবাদ দেখছি। তারা অতীতের কোনো কথা রাখেনি, ভবিষ্যতেও রাখবে না।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী-২ সেনবাগ আসনের সেবারহাট বাজারে দশ দলীয় জোটের আয়োজনে এক পথসভায় তিনি এ কথা বলেন।
এসময় দশ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি মনোনীত সেনবাগ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদারকে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি। পথসভায় দশ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শাপলা কলির সমর্থনে মিছিল বের করা হয়।








