ফাইল ছবি
অনলাইন ডেস্ক : খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের ভুয়া ছড়ি গ্রামে দুই পরিবারের মধ্যে জমি বিরোধকে কেন্দ্র করে আহত বিমল ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেলে পুলিশ সুপার কাযালয়ের সন্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাং হোসেন এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, এ মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, আবদুর রশীদ ও আলামিন। অন্য আসামিদের ও গ্রেফতার অভিযান চলছে। প্রেস ব্রিফিংয়ে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, ওসি কায় কিসলু। প্রেস বিফিংয়ে বলা হয় প্রশাসন এ বিষয়ে সতর্ক ও পুলিশি নজরদারি বাড়িয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু জানান, এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ নিয়ে আসার প্রস্ততি চলছে। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।








