ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন দেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়। তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই নন, বরং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি কখনো আপোষ করেননি।
বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাকি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেমিক, আত্মমর্যাদাশীল ও দৃঢ়চেতা এক নেত্রী। রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও অসুস্থতার মাঝেও তিনি দেশ ও জাতির কল্যাণের কথা চিন্তা করেছেন। তাঁর জীবন আমাদের শেখায় ন্যায়ের পথে দৃঢ় থাকা এবং গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করা। আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলে আমরা মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর অবদানকে জাতির সামনে চিরভাস্বর করে রাখেন।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন যাবত ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই করেছি। লড়াই করেছি সরকার পরিবর্তন করার। রাষ্ট্র ব্যবস্থায় মৌলিক একটি পরিবর্তন আনতে নির্বাচনের বিকল্প নেই। ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া দেশের জনগণকে ঐক্যবদ্ধ করা যাবে না। কৃষক, শ্রমিকসহ সর্বসাধারণের ন্যায্য হিস্যা ফিরিয়ে দিতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মূসা, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএসজেড শুকরী সেলিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলীসহ উপজেলা গণসংহতি আন্দোলন এবং উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








