ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অফিসিয়াল নির্বাচনি থিম সং আজ বুধবার উদ্বোধন করা হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, থিম সংটিতে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী পরিকল্পনার প্রতিফলন থাকবে।
বুধবার রাত ১২টায় রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে থিম সংটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি কার্যক্রমের গুরুত্বপূর্ণ এই দিনে থিম সং প্রকাশকে বিএনপি তাদের প্রচারের নতুন মাত্রা হিসেবে দেখছে।








