শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ছয় হাজার পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা হলেন- সাদ্দাম হোসেন (১৫), মো. আমিন (১৪)।
মঙ্গলবার বিকেলে বিমানবন্দর এলাকায় এয়ারপোর্ট রেস্তোরাঁর সামনে থেকে এই দুইজনকে আটক করেন এপিবিএনের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ৭০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুইজনের একজনের বয়স ১৫ ও আরেকজনের বয়স ১৪ বছর। তারা দুজন এয়ারপোর্ট রেস্তোরাঁর সামনে ঘোরাঘুরি করছিল। জিজ্ঞাসাবাদ করা হলে তারা এলোমেলো কথাবার্তা বলতে থাকে। এরপর তাদের