বানের চেয়ে বড় মাংসের মোটা দু’দুটো পেটি, স্লাইস চিজের ওপর তাজা লেটুসপাতা, টমেটো, শসা, পেঁয়াজের যুগলবন্দি বান ছাড়িয়ে বেরিয়ে আসছে। এমনটাই লোভনীয় বার্গারের বিজ্ঞাপন বার্গার কিংয়ের। যুক্তরাষ্ট্রের প্রায় ১০০ ক্রেতা এই বিজ্ঞাপনের বিরুদ্ধে ফ্লোরিডার আদালতে মামলা দায়ের করেছেন। ডেইলি মেইল
এর অভিযোগপত্রে বলা হয়, ২০১৭ সাল থেকে বার্গার কিং বিজ্ঞাপন ও ছবিতে তাদের পণ্যে যে আকার দেখিয়ে আসছে বাস্তবিক পণ্য তার চেয়ে ৩৫ শতাংশ ছোট। এমনকি সত্যিকারের মাংসের পেটির চেয়ে বিজ্ঞাপনে দ্বিগুণ পেটি দেখানো হয়। এতে বলা হয়, কোম্পানিটির উচিত ন্যায্যভাবে খাবারের বিজ্ঞাপন দেয়া যা কিনা সত্যিকার পণ্যের সঙ্গে মিল রয়েছে।
[৪] অভিযোগকারীদের মধ্যে কয়েকজন সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনের বার্গার ও সত্যিকারের বার্গারের ছবি পাশাপাশি পোস্ট করে বলেন, ‘আমি মোটেও মজা করছি না’।
[৫]১৯৫৩ সালে ফ্লোরিডার জ্যাকসন ভিলে ছোট্ট বার্গার চেইন হিসেবে কাজ শুরু করা বার্গার কিং এখন রেস্টুরেন্ট ব্র্যান্ড ইন্টারন্যাশনালের মালিক। কোম্পানিটি মামলার প্রতিক্রিয়ায় বলেছে, চলমান মামলার বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না।