ফাইল ছবি
অনলাইন ডেস্ক : শারদীয় দুর্গাপূজায় যাত্রী চাপ সামাল দিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে চালু করা হচ্ছে বিশেষ ট্রেন। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে। তবে ২ অক্টোবর কোনো বিশেষ ট্রেন চলবে না।
দুর্গোৎসব উপলক্ষে দুই দিনের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চারদিন অফিস-আদালত বন্ধ থাকবে। এ সময় ঘরমুখো মানুষের বাড়তি চাপ পড়বে রেলপথে।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটে: ৩০ সেপ্টেম্বর বিকেল ২টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়বে “ঢাকা স্পেশাল”, পৌঁছাবে রাত ৮টায়। ৪ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছাড়বে “চট্টগ্রাম স্পেশাল”, পৌঁছাবে পরদিন ভোর ৪টা ৩০ মিনিটে।
ঢাকা-কক্সবাজার রুটে (ট্যুরিস্ট স্পেশাল): ৩০ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছাড়বে, পৌঁছাবে ভোর ৬টা ৫০ মিনিটে। ১ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ছাড়বে, ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়। একই দিনে রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছাড়বে এবং ২ অক্টোবর ভোরে পৌঁছাবে কক্সবাজার। ৩ অক্টোবর একই সময়সূচিতে উভয় রুটে চলবে। ৪ অক্টোবর শুধু কক্সবাজার থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ছাড়বে, পৌঁছাবে রাত ৮টায়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক জানান, পূজা ও ছুটির ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মোট ১৮টি কোচ নিয়ে এসব ট্রেন চলাচল করবে।








