রুখসানা রিমি:
ক্যালেন্ডারের পাতায় ফের বসন্ত আসে।
নতুন বাতাসে গাছের পাতা ঝরে যায়।
নতুন পাতায় মেঘ হাসে। শ্রাবণ হাসে।
তবুও আমার মনের আকাশে
আগের মত আর জোছনা ঝরে না!
আমি নদীর তটে বসে স্রোতের নীরবতায়
নিমগ্ন হয়ে কাশবনের শুভ্রতা হারিয়েছি।
পথের সরলতা খুইয়েছি।
চারপাশের চেনা মুখগুলো গোমড়ামুখো
হয়ে আমার ক্লান্ত মনের ছবি আঁকে।
এখন আর আগের মত অনুরাগ আমায়
খোঁজে না, ঘুম থেকে দুচোখ মেলে!
আমি বনের ফুলকে ভালবাসতে বাসতে
আকাশের নীলকে ভালবাসতে বাসতে
ব্যালকনির পাখিকে ভালবাসতে বাসতে
নদীর বয়ে চলাকে ভালবাসতে বাসতে
হৃদয়ের আকাঙ্ক্ষাকে অবহেলা করেছি!
Facebook Comments Box