পটুয়াখালীর মহিপুরে পৃথক অভিযানে মাদকসহ দুই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মহিপুর থানার বিপিনপুর গ্রামে অভিযান চালিয়ে দুটি গাঁজার গাছসহ প্রথমে জাহাঙ্গীর ও খাদিজা বেগম দম্পতিকে গ্রেফতার করা হয়। অপরদিকে, একই গ্রামের জসিম উদ্দিন ও ফাতেমা বেগম দম্পতির বসত ঘরের মেঝে খুঁড়ে সাড়ে ৬শ গ্রাম গাঁজা ও ৫০ পিচ ইয়াবা জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।