সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও সমাধিসৌধে মানুষের ঢল দেখা গেছে। শনিবার ভোর থেকেই ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শুক্রবার শেষ হয় তিনদিনের রাষ্ট্রীয় শোক। তবে, বিএনপি ঘোষিত সাতদিনের শোক চলছে। ভোরের আলো ফুটতেই জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে আসতে থাকেন শত শত মানুষ। কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুল দেন অনেকে। আজও অনেকে কোরআন শরিফ খতম দিচ্ছেন।
শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন, বিএনপির প্রায়াত চেয়ারপারসন দেশের মানুষের কথা চিন্তা করেছেন, গণতন্ত্রের কথা বলেছেন। জীবনের প্রতিটা মুহূর্ত বেগম জিয়া কষ্ট করে গেছেন। এছাড়া তিনি শুধু দেশের নেতা নন, তাকে বিশ্বনেতা হিসেবেও অভিহিত করেন অনেকে।
এদিকে, বেলা ১১টার দিকে সমাধিসৌধে মহিলা দলের শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের আপোসহীন নেত্রী শিখিয়েছেন, কীভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়- সেটাও শিখিয়েছেন খালেদা জিয়া।








